6 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১৯ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / দূর্নীতি বন্ধ করতে আগামীতে গোটা দেশকে অ্যাপসের আওতায় নিয়ে আসা হবে ——-নওগাঁয় খাদ্যমন্ত্রী

দূর্নীতি বন্ধ করতে আগামীতে গোটা দেশকে অ্যাপসের আওতায় নিয়ে আসা হবে ——-নওগাঁয় খাদ্যমন্ত্রী

 এন বিএন ডেক্সঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি বলেছেন, অনিয়ম দূর্নীতি বন্ধ করতে আগামীতে গোটা দেশকে অ্যাপসের আওতায় নিয়ে আসা হবে। ইতোমধ্যে আ্যাপসের মাধ্যমে দেশের ১৬টি উপজেলায় পাইলট স্কীমের আওতায় নিয়ে আসা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসনের আয়োজেন নওগাঁ সদর উপজেলা খাদ্য গুদামে ডিজিটাল খাদ্যশস্য ব্যবস্থাপনার আওতায় ‘কৃষকের অ্যাপ’ এর মাধমে আমন মৌসুমে ধান ও চাল সংগ্রহের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে তিনি এসব কথা বলেন। উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা প্রশাসক হারুন অর রশীদের সভাপত্বি বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মুহাম্মদ রাশিদুল হক, জেলা খাদ্য নিয়ন্ত্রন ফারুন হোসেন পাটওয়ারী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন সহ অন্যান্য কর্মকর্তা ও চালকলের মালিকরা। পরে সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চালকল মালিক মাহাবুবুল হক কমলের কাছ থেকে ডিজিটাল মাধ্যমে চাল ক্রয়ের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী। চলতি আমন মৌসুমে সদর উপজেলায় ২৬ টাকা কেজি দরে ১ হাজার মেট্রিকটন ধান ও ৩৬ টাকা কেজি দরে সিদ্ধ চাল ৬ হাজার ১৫৮ মেট্রিক টন এবং ৩৫ টাকা কেজি দরে আতপ ৮৬৬ মেট্রিকটন চাল কেনা হবে বলে সংশ্লিষ্টরা জানান।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …