এন বিএন ডেক্সঃ জাতীয় পতাকা উতোলন, ফেষ্টুন উড়ানো, আনন্দ শোভাযাএা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নওগাঁ’র বদলগাছি উপজেলার ঐতিহ্যবাহী বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়ের ১০৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এম.পি। বুধবার দুপুরে স্কুল চত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সুকমল কর্মকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ শহিদুজ্জামান সরকার এমপি, নওগাঁ-৬ আত্রাই- রানীননগর আসনের সংসদ সদস্য মোঃ ইসরাফিল আলম, নওগাঁ-৩ মহাদেবপুর-বদলগাছি আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার সেলিম, পরিকল্পনা মন্ত্রনালয়ের তথ্য ব্যবস্থ্পানা বিভাগের সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্তী, নওগাঁ’র জেলা প্রশাসক মোঃ হারুন-অর-রশীদ, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম এবং বদলগাছি উপজেলা নির্বাহী অফিসার মুহাঃ আবু তাহির সহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে সরকারী দপ্তরের বিভিন্ন কর্মকর্তা,এলাকার বিশিষ্টজন, বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্থানীয় গুনিজনদের ক্রেস্ট প্রদান করা হয়। পরে বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Home / সারাদেশ / নওগাঁর ঐতিহ্যবাহী বালুভরা আর বি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী ও মিলনমেলা অনুষ্ঠিত
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …