21 Chaitro 1431 বঙ্গাব্দ শুক্রবার ৪ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় অটো চার্জার যুবককে হত্যা করে চার্জার গাড়ি নিয়ে উধাও

নওগাঁয় অটো চার্জার যুবককে হত্যা করে চার্জার গাড়ি নিয়ে উধাও

এন বিএন ডেক্সঃ নওগাঁয় যুবককে হত্যা করে অটো চার্জার গাড়ি ছিনতাই করে নিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। রবিবার সকাল ৭.৩০ মিনিটে নওগাঁ সদর উপজেলার হাসাইগাড়ি ইউনিয়নের গুটার বিল এলাকা থেকে লাশটি উদ্ধার করে নওগাঁ সদর থানা পুলিশ। নিহত আটো চার্জার যুবক সদর উপজেলার লস্করপুর গ্রামের ভুপেন্দ্রনাথ দেবনাথের পুত্র ভোজন দেবনাথ(২২)। পারিবারিক সুত্রে জানা গেছে, নিহত ভোজন দেবনাথ শহরের বালুডাঙ্গা থেকে সান্তাহার রোডে নিয়মিত আটো চার্জার চালিয়ে জীবিকা নির্বাহ করত। গত বুধবার বিকেলে সে বাড়ি থেকে তাঁর আটো চার্জার গাড়িটি নিয়ে ভাড়া মারার উদ্দেশ্যে বের হয়। রাতে বাড়ি না ফেরায় তাঁর পরিবারের সকলে অনেক চিন্তিত ছিলেন।  রবিবার সকালে নিহতের পরিবারের সদস্যদের মুঠোফোনে পুলিশ তাদের সংবাদ জানালে বিষয়টি তারা জানতে পারেন এবং ঘটনাস্থলে যেয়ে লাশটি শনাক্ত করেন। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ফায়সাল বিন আহসান জানান, গুটার বিল এলাকায় মাঠে কৃষি কাজ করতে যেয়ে কচুরিপানা দিয়ে মুখ ঢাকা একটি লাশ দেখে কৃষকরা থানায় খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। তার মাথায় আঘাতের চিহ্ন আছে। লাশটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …