15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / রাজনীতি / নওগাঁ চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত

নওগাঁ চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত

 

এন বিএন ডেক্সঃ নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ইলশাবাড়ী স্কুল মাঠ প্রাঙ্গনে ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত হয়। চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ফরিদ উদ্দিন আহমেদ বকুল এর সভাপতিত্বে সম্বেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন- সারা দেশের মত নওগাঁ জেলা, উপজেলা, ইউনিয়নসহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিকতায় চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন হচ্ছে। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনকে মিলিতভাবে থেকে স্বচ্ছভাবে কাজ করার আহ্বান জানান। চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন উদ্ভোধন করেন নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুল হক কমল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মলকৃষ্ণ সাহা, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হারুন অল রশিদ, নওগাঁ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম রফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল হোসেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নয়ন, নওগাঁ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বকুল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ। পরে সম্বেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি চন্ডিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে বীর মুক্তিযোদ্ধা মোঃ জহির উদ্দিন আলমগীর ও সাধারণ সম্পাদক পদে মোঃ খুরশিদ আলম রুবেল এর নাম ঘোষনা করেন এবং পরে পূনাঙ্গ কমিটি হবে বলে তিনি জানান।

আরও পড়ুন...

নওগাঁ বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত

এন বিএন ডেক্সঃ নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুর …