এন বিএন ডেক্সঃ নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দপুরে মাতাসাগর মাদ্রাসা মাঠে দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন অনুষ্ঠিত হয়। দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলাউদ্দিন সরদারের সভাপতিত্বে সম্বেলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন- সারা দেশের মত নওগাঁ জেলা , উপজেলা, ইউনিয়ন সহ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া চলছে। তারই ধারাবাহিকতায় দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন হচ্ছে। তিনি বাংলাদেশ আওয়ামীলীগ ও এর সহযোগী সংগঠনকে মিলিতভাবে থেকে স্বচ্ছভাবে কাজ করার আহ্বান জানান। দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্বেলন উদ্ভোধন করেন নওগাঁ সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাহাবুবুল হক কমল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নওগাঁ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃঞ সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জালাল হোসেন, নওগাঁ জেলা আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মেহেদী হাসান নয়ন, নওগাঁ জেলা আওয়ামীলীগের উপ-দপ্তর বিষয়ক সম্পাদক আব্দুল লতিফ বকুল সহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতাকর্মীবৃন্দ। পরে সম্বেলনের দ্বিতীয় অধিবেশনে প্রধান অতিথি দুবলহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী মোঃ আমজাদ হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ এর নাম ঘোষনা করেন এবং পূনাঙ্গ কমিটি পরে হবে বলে তিনি জানান।
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …