24 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / পিরোজপুরে প্রথম আলো’র ১৩তম বর্ষপূর্তি পালিত

পিরোজপুরে প্রথম আলো’র ১৩তম বর্ষপূর্তি পালিত

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরে প্রথম আলো’র ১৩তম বর্ষপূর্তি পালিত হয়েছে। এ উপলক্ষে বন্ধুসভার সদস্যরা শুক্রবার সকালে শহরের সরকারি উচ্চ বিদ্যালয় ছাত্রাবাসের পুকুর সংস্কার (কচুরিপানা পরিস্কার) করে। পুকুরটি ৪৩ শতক জমির উপর। পুকুর সংস্কার (কচুরিপানা পরিস্কার) কাজের উদ্বোধন করেন পিরোজপুর পৌরসভার কাউন্সিলর আঃ ছালাম বাতেন। এ সময় উপসি’ত ছিলেন পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আরিফুল ইসলাম। এ সময় বক্তব্য রাখতে গিয়ে পৌর কাউন্সিলর আঃ ছালাম বাতেন বলেন, যে কাজটি আমাদের করা উচিত ছিল সে কাজটি প্রথম আলো করছে এ জন্য আমি কিছুটা হলেও লজ্জিত, পাশাপাশি গর্বিত। আমার ওয়ার্ডের এ পুকুরটি সংস্কার হওয়ায় ছাত্রাবাসে থাকা ছাত্রদের সহ স’ানীয়দের গোসল সহ প্রাত্যহিক কাজে উপকারে আসবে।
বিকালে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সামনে ২০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে ফলজ (আম ও বড়ই গাছের চারা) বৃক্ষ বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপসি’ত ছিলেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক সেন্টু, ডেপুটি কমান্ডার এম.এ রব্বানী ফিরোজ, অর্থ সম্পাদক শহিদুল আলম মন্টু। বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ফজলুল হক সেন্টু বলেন, প্রথম আলো সত্য কথা লিখে এ জন্য বড় মিয়াদের গায়ে জ্বালা। মুক্তিযোদ্ধারা প্রথম আলোর পাশে আছে এবং থাকবে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …