19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বিশ্ব খাদ্য দিবস পালিত

নওগাঁয় বিশ্ব খাদ্য দিবস পালিত


এন বিএন ডেক্সঃ “আমাদের কর্মই আমাদের ভবিষ্যৎ পুষ্টিকর খাদ্যেই হবে আকাঙ্ক্ষিত ক্ষুধামুক্ত পৃথিবী “ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁয় পালিত হয়েছে বিশ্ব খাদ্য দিবস। বুধবার সকাল ১১টায় নওগাঁ জেলা প্রশাসন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং নওগাঁ খাদ্য বিভাগের আয়োজনে নওগাঁ জিলা স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নওগাঁ কে ডি স্কুলে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে নওগাঁ কে ডি স্কুল অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক নওগাঁ (সার্বিক) মাহাবুবুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রক জি এম ফারুক হোসেন পাটোয়ারি। এছাড়া অনুষ্ঠানে নওগাঁ জেলা খাদ্য কর্মকর্তা , নওগাঁ জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, নওগাঁ জেলা প্রশাসন, শিক্ষক শিক্ষার্থী সহ সকল পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …