পিরোজপির প্রতিনিধি: কাউখালীতে মিথ্যা চুরির অপবাদ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার বীথিকা বড়াল নামে এক গৃহ পরিচারিকা গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। জানা যায়, স্বরূপকাঠী উপজেলার করফা গ্রামের অমৃত বড়ালের মেয়ে বীথিকা বড়াল ঢাকার একটি বাসায় গৃহপরিচালীকার কাজ করতো। সেখানে তার উপর গৃহকর্তা কর্তৃক নির্যাতিত হয়ে ৩-৪ দিন পূর্বে বাড়ি ফিরে এসে শুনতে পায় তাকে । চুরি করা সহ বিভিন্ন অপবাদ দেয়া হচ্ছে। এই অপবাদ সহ্য করতে না পেরে বৃহস্পতিবার কাউখালী উপজেলার রোঙ্গাকাঠী গ্রামে তার মামা শৈলেন্দ্র নাথ বড়ালের বাড়ীতে ঘরের পেছনে গাছের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদনে-র জন্য মর্গে প্রেরন করেছে।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …