এন বিএন ডেক্স: নওগাঁ জেলা সদরে সন্ত্রাসিরা বসতবাড়ি ভাংচুর লুটপাট ও মারপিটের ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। স্থানীয় ও মামলা সূত্রে জানা যায়, নওগাঁ সদরে পিরোজপুর গ্রামের মৃত মোজ্জামেলের ছেলে হেলালের বাড়িতে পূর্বের মামলার জের ধরে একই গ্রামের রয়েল সাহানা (৪০) ও তার ভাড়াটে গুন্ডা বাহিনীর ২৫-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্র নিয়ে গত ১৪ সেপ্টেম্বর ভোর রাতে অতর্কিত হামলা চালিয়ে বাড়ি ঘড় ভাংচুর লুটপাট ও মারপিট করেছে। ঘটনার সময় হেলালের স্ত্রী নাছিমা আক্তার বেলী সন্ত্রাসীদের বাধা দিলে তারা তাকে মারপিট করে রক্তাক্ত যখম করে। এ সময় সন্ত্রাসীরা তার শয়ন কক্ষে প্রবেশ করে আসবাসপত্র ভাংচুর ও ২০ হাজার টাকা লুট করে নিয়ে তাদের নির্মানাধীন ইটের ঘড় বাড়ি ভাংচুর করে তান্ডব চালায়। এ ঘটনায় দফায় দফায় শালিশ দরবার হলেও বিষয়টি মিমাংসা না হলে হেলালের স্ত্রী নাছিমা আক্তার বেলী বাদি হয়ে ৬ জন সহ অজ্ঞাতনামা ২৫-৩০ জন কে আসামী করে নওগাঁ সদর মডেল থানায় বুধবার মামলা করেছেন। স্থানীয়রা জানায়, ওই জমির প্রকৃত হকদার হেলালের স্ত্রী । তারা দীর্ঘদিন ধরে বসতবাড়ী নির্মান করে বসবাস করছিলেন কিন্তু হঠাৎ করে রয়েল সাহানা ও তার লোক জন অন্যায় ভাবে এ ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার ও’সি সোহরাওয়াদী হোসেন মামলার সত্যতা নিশ্চিত করে জানান, মামলাটির আসামি গ্রেফতারের প্রচেষ্টা চলছে। ঘটনাটি তদন্ত করে আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …