এনবিএন ডেক্সঃ নওগাঁয় সদ্য যোগদানকৃত পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া জেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বুধবার বেলা ১১টায় পুলিশ সুপার কার্যালয়ে সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। নবাগত পুলিশ সুপার নওগাঁ জেলাকে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, জঙ্গিবাদমুক্তসহ সকল অসামাজিক কর্মকর্মকান্ডমুক্ত সাধারন মানুষের বসবাসযোগ্য একটি জেলা হিসেবে প্রতিষ্ঠা করার আগ্রহ প্রকাশ করে এ ক্ষেত্রে তিনি সাংবাদিকদের সহযোগিতা প্রত্যাশা করেন। তিনি আরও বলেন আমার কোন পুলিশ সদস্য যে কোন অপরাধে কান্ডে জড়িত থাকলে সরাসরি তাকে গ্রেফতার করা হবে এবং গরিব সাধারন মানুষের কাজ প্রথমেই করার জন্য তিনি সকল পুলিশ কর্মকর্তাকে নির্দেশ দেন। মতবিনিময় অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আকতার, অতিরিক্ত পুলিশ সুপার লিমন রায়. অতিরিক্ত পুলিশ সুপার ফারাজানা হোসেন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সাংবাদিকরা জেলার ও পেশাগত বিভিন্ন সমস্যা নিয়ে পুলিশ সুপারের সঙ্গে খোলা মেলা আলোচনা করেন। এসময় নওগাঁ জেলা প্রেস ক্লাবের কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …