এনবিএন ডেক্সঃ নওগাঁ জিলা স্কুলের শিক্ষক আব্দুল হাকিম গত ০৬ সেপ্টেম্বর রিক্সা যোগে মুক্তির মোড় থেকে সকাল ৯টায় রাজশাহী যাবার উদ্দেশ্যে পরিবার নিয়ে শহরের বালুডাঙ্গা বাস স্টান্ডে যাচ্ছিলেন। এসময় তাঁর পরিবার ও তিনি শহরের চলমান অটো রিক্সাতে তাদের ব্যাগ ভুল ক্রমে রেখে রিক্সা থেকে নেমে যান। পরবর্তিতে যখন বুজতে পারেন যে তাদের জরুরী কাগজপত্র ও টাকার ব্যাগ রিক্সায় ফেলে এসেছেন তখন অনেক দেরি হয়ে যায় । পরবর্তীতে রিক্সা চালককে খুজে না পেয়ে আব্দুল হাকিম নওগাঁ সদর মডেল থানায় একটি সাধারন ডায়রী করেন। ডায়রীর পরিপেক্ষিতে নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেনের নেতৃত্বে উপ পরিদর্শক মোঃ ইবারহিম হোসেনের সুদক্ষ ভুমিকায় শহরের ঐ এলাকার সি সি টিভি ফুটেজ দেখে রিক্সা চালককে শনাক্ত করে আব্দুল হাকিমের হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করেন। গতকাল মঙ্গলবার রাত ৮টায় নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয়ে সদ্য যোগদানকৃত নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া শিক্ষকের হাতে হারিয়ে যাওয়া ব্যাগ ও ব্যাগের মধ্যে থাকা জরুরী কাগজপত্র ও তিন লক্ষ টাকাসহ ব্যাগটি ফেরত দেন । এসময় নওগাঁ জেলা অতিরিক্ত পুলিশ সুপার রাশিদুল হক, নওগাঁ সদর সার্কেল পুলিশ সুপার লিমন রয় সহ নওগাঁ জিলা স্কুলের শিক্ষকমন্ডলী সহ নওগাঁ সদর থানা কর্মকর্তাগন উপস্থিত ছিলেন ।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …