নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে গৃহবধুকে ধর্ষন চেষ্টা ও হত্যা চেষ্টার প্রতিবাদে প্রধান শিক্ষক বেলায়েত হোসেন সহ আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় নওগাঁ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ‘বদলগাছী উপজেলা সর্বস্তরের জনসাধারনের ব্যানারে’ এ কর্মসূচী পালিত হয়।
এসময় গৃহবধু লাবনী বেগম, হেলেনা বেগম, রেহেনা চৌধূরী, ছাবিনা বেগম, রুজি বেগমসহ শতাধিক নারী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ভুক্তভোগী গৃহবধুর স্বামী পোষ্ট মাস্টার চাকরি করার সুবাদে বাড়িতে একা থাকতেন। এ সুযোগে বদলগাছী উপজেলার মিঠাপুর উচ্চ বিদ্যালের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন (৪৫) ও ইলিয়াস হোসেন ধলু (৪২) রাস্তা ঘাটে বিভিন্ন ভাবে উত্ত্যক্ত করত। তাদের কুপ্রস্তাব বে গৃহবধু রাজী হতেন না। গত ২৭/০৬/১৯ ইং তারিখে গৃহবধু রাতের খাবার খেয়ে বাড়িতে ঘুমিয়ে পড়েন। রাতে বেলায়েত হোসেন ও ইলিয়াস হোসেন ঘরের জানালা ভেঙে প্রবেশ করে গৃহবধুকে ধর্ষণ চেষ্টা এবং ধারালো ছুরি দিয়ে হত্যার চেষ্টা করা হয়। এসময় গৃহবধুর চিৎকারে স্থানীয়রা এসে তাদের আটক করে। পরে আটককৃতদের আত্মীয় স্বজনরা এসে তাদের ছিনিয়ে নিয়ে যায় এবং গৃহবধুকে মারপিট করে। ঘটনার পর বিষয়টি নিয়ে আপোষের নামে নানা তালবাহানা করা হয়। অবশেষে ভুক্তভোগী গৃহবধু ১১জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করেন। মামলার পর নাহিদ সরদার নামে ৩নং আসামীকে আটক করা হয়। কিন্তু মামলার ২২ দিন পেরিয়ে গেলেও অন্য আসামীদের আটক করতে পারেনি পুলিশ। ভুক্তভোগী গৃহবধু অভিযোগ করে বলেন, মামলার পর থেকে আসামীরা বিভিন্ন ভাবে হুমকি দিয়ে যাচ্ছেন। জীবন নিয়ে এখন শঙ্কার মধ্যে আছি। আসামীরা এলাকায় ঘুরে বেড়ালেও পুলিশ তাদের আটক করছে না। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মর্কা (ওসি) জালাল উদ্দিন বলেন, আসামীদের আটকের চেষ্টা অব্যাহৃত আছে। আসামীরা যে এলাকায় থাকে পুলিশ তাদের চিনে না। ফলে পুলিশ এলাকায় গেলে আসামীদের না পেয়ে ফিরে আসতে হয়। বাদীপÿরা আসামীদের চিনিয়ে দিলে আটক করাও সুবিধার হয়।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …