19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর সাপাহারে মডেল মসজিদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

নওগাঁর সাপাহারে মডেল মসজিদ কমপ্লেক্স ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

 এনবিএন ডেক্সঃ নওগাঁর সাপাহারে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স ভবনের ভিত্তি প্রস্থ্যর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাপাহার উপজেলা নির্বাহী অফিসার কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজাহান আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শহীদুল আলম চৌধুরী, আলহাজ্ব শামসুল আলম শাহ চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, নার্গিস সরকার প্রমুখ। এই উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মান ব্যয় ধরা হয়েছে ১২ কোটি ৬৫ লক্ষ টাকা। এতে ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কার্যালয়, ইসলামিক কালচারাল সেন্টার, অত্যাধনিক ইসলামিক লাইব্রেরী, ইসলামিক রিসার্স সেন্টার, ইমাম-মোয়াজ্জেম প্রশিক্ষন কেন্দ্র, হাজিদের প্রশিক্ষন কেন্দ্রসহ ইসলামের যাবতীয় কার্যাবলী এখান থেকে পরিচালিত হবে। এর আগে খাদ্যমন্ত্রী সাপাহার খাদ্যগুদাম পরিদর্শন করেন। পরে খাদ্যমন্ত্রী জবই বিলের বন্যা নিয়ন্ত্রক বাঁধের নির্মাণ কাজের নির্মাণ কাজ পরিদর্শন, উপজেলার নতুন বিদ্যুত সংযোগের উদ্বোধন এবং টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করেন।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …