এনবিএন ডেক্সঃ নওগাঁয় বজ্রপাতে এক বৃদ্ধা নিহত হয়েছে। এ ঘটনায় অপর গৃহবধূ আসমা বেগম (৩৫) আহত হয়েছে। তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রেনুকা বেগম সদর উপজেলার বররুনকান্দি এলাকার ঈসমাইল হোসেনের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে বজ্রপাতের এ ঘটনাটি ঘটে। স্থানীয়রা ও নওগাঁ সদর থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন জানান, সকাল থেকে বাড়ির পাশে রাস্তায় কাজ করছিলেন বৃদ্ধা রেনুকা ও গৃহবধু আসমা বেগম। সকাল থেকে আবহাওয়া মেঘাচ্ছন্ন ছিল। দুপুরের দিকে হঠাৎ করে ঝড় ও বৃষ্টি শুরু হয়। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলে বৃদ্ধা নিহত হয় এবং গৃহবধু আসমা আহত হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুন...
নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …