15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / যাত্রি সেবা ব্যহত নওগাঁর ধামইরহাট-বগুড়া রুটে বিআরটিসি বাস বন্ধ

যাত্রি সেবা ব্যহত নওগাঁর ধামইরহাট-বগুড়া রুটে বিআরটিসি বাস বন্ধ

এনবিএন ডেক্স- বগুড়া ডিপো ম্যানেজারের অহেতুক উদাসীনতার কারনে দীর্ঘ প্রায় ৩ মাস ধরে নওগাঁর ধামইরহাট-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এদিকে বিআরটিসির ঐ রুটে বাস বন্ধের ফলে যাত্রীদের মধ্যে চরম দূর্ভোগ নেমে আসে। বগুড়ার সাথে ধামইরহাট বাসির জরুরী চিকিৎসা, ব্যবসাসহ বিভিন্ন প্রয়োজনে সক্রিয় সরাসরি যোগাযোগ আবশ্যক এবং তা সহজেই সমাধান হতো বিআরটিসি’র মাধ্যমে। গত প্রায় ৩ মাস যাবৎ বিআরটিসি’র সরাসরি বাস চলাচল বন্ধ থাকায় সকল শ্রেণীর মানুষের চলাচলে দূর্বিসহ বিপদ নেমে এসেছে। চলমান যোগাযোগ ব্যবস্থা অজ্ঞাত কারনে ভেঙ্গে বগুড়া ডিপো ম্যানেজার কোন গুরুত্ব না দিয়ে সৃষ্ট সমস্যাটির কোন সমধান করছেন না। এ বিষয়ে ধামইরহাট বিআরটিসির বাস কাউন্টার মাষ্টার শাহান জানান, চালু থাকা যোগাযোগ নতুন ডিপো ম্যানেজার আসার পর রহস্য জনক কারনে বন্ধ হয়ে গেছে। বার বার যোগাযোগ করেও কোন ফল হচ্ছে না। যাত্রী সাধারনের অভিযোগ করে বলেন, অজ্ঞাত ও রহস্যজনক কারন ছাড়াও বড় কর্মকর্তারা ক্রটির কথা বলে নিজের সাথে যে কোন লাইনের গাড়ী বন্ধ করে দিতে পারেন। তাদের ক্ষমতার অপব্যবহারই মনে হয় নিয়মে পরিণত হয়েছে। ভূক্তভোগীরা উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে জনস্বার্থে পুনরায় ধামইরহাট-বগুড়া রুটে বিআরটিসি বাস চালু করার দাবী জানান।

আরও পড়ুন...

নওগাঁর নিয়ামতপুরে সমতল আদিবাসীদের মিলন মেলায় ঐতিহ্যবাহী সাঁওতালী নৃত্য প্রতিযোগিতায় আদিবাসীরা মানুষ হয়েছে, আদিবাসীরা পুরোপুরি মানুষ না হলেও বারো আনা মানুষ হয়েছে ————————————–খাদ্যমন্ত্রী

এন বিএন ডেক্সঃ  ক্ষুদ্র নৃ-গোষ্ঠী অর্থাৎ আদিবাসীরা মানুষ হয়েছে, তবে পুরোপুরি মানুষ না হলেও বারো …