এনবিএনডেক্স: বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) নওগাঁ জেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচনে আব্দুল মতিন সভাপতি ও উত্তম কুমার বিমান সাধারন সম্পাদক নির্বাচিত হয়েছেন । গত শনিবার সকাল ১০ টা থেকে দুপুর আড়াই টা পর্যন্ত এ ভোট গ্রহন অনুষ্টিত হয় মহাদেবপুর ভীমপুর ইউনিয়ন পরিষদে। নির্বাচনে সভাপতি পদে আব্দুল মতিন ৭৪ এবং প্রতিপ মোকলেছার রহমান ১৭ ভোট পান । অপর দিকে সাধারন সম্পাদক পদে উত্তম কুমার বিমান ৪৯ এবং প্রতিপ গোলাম রব্বানী ৪২ ভোট পান । নির্বাচনে সাংগটনিক পদে জয়ী হন আব্দুর রাজ্জাক তিনি পান ৫৯ এবং তার প্রতিপ ৩২ ভোট । এ ছাড়া ক্যাশিয়ার পদে জয়ী হন দেলোয়ার হোসেন, তিনি পান ৫০ তার প্রতিপ গোলাম মোস্তফা পান ৪১ ভোট । মোট ৯৪ ভোটের মধ্য ৯১ টি ভোট পড়ে । দ্বিতীয় বার বিজয়ী আব্দুল মতিন ও উত্তম কুমার বিমান জানান, দায়িত্বশীল সাংগঠনিক কর্মকান্ডের মাধ্যমে সমিতিকে আরো বেগবান করা হবে । এদিকে নব নির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …