23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় ৭০০ পিস ইয়াবাসহ যুবক গ্রফেতার!!

নওগাঁয় ৭০০ পিস ইয়াবাসহ যুবক গ্রফেতার!!

এনবিএনডেক্স:10392434_499301640210607_9026463537990459902_n নওগাঁর পতœীতলা থানা পুলশি গত শুক্রবার বেলা ১১টায় উপজেলার মধইল বাজার এলাকা থেকে ৭শ পিস ইয়াবা ট্যাবলটে সহ এমদাদুল হক (২৫) নামরে এক যুবককে গ্রেফতার করেছে। মধইল থানার অফসিার ইনর্চাজ (ও’সি) মোঃ আব্দুর রফিক জানান, গোপন সংবাদরে ভিত্তিতে তাকে চ্যালেঞ্জ করলে তার কাছ থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। আটক এমদাদুল হক চাঁপাইনবাবগঞ্জ জেলার বারোরসিয়া গ্রামের মজিবর রহমানের পুত্র। এ ব্যাপারে মধইল থানায় একটি মামলা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ …