পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে উপজেলা আওয়ামীলীগের সংগঠনিক সম্পাদকের দায়ের করা এক চাঁদাবজি মামলায় পুলিশ এক কলেজ শিক্ষকে আটক করে আদালতে পাঠিয়েছে। সোমবার রাতে উপজেলার চন্ডিপুর থেকে পুলিশ এক অ-ভিজান চালিয়ে কেসিটেকনিক্যাল কলেজের প্রভাষক মোঃ রফিকুল ইসলাম গাজী ও পশ্চিম বালিপাড়া নুরীয়া মাদ্রসার সুপার মাওলানা ইউনুস আলীকে আটক করেছে। আটকৃত প্রভাষক চাঁদাবজি মামলায় আসামী করে এবং সুপারকে ১৫১ ধারায় বিশেষ ক্ষমতা বলে আটক করে আদালতে পাঠিয়েছে। উপজেলার ইন্দুরকানী থানার এস আই ওসমান ফারুক জানান চাঁদাবাজির মামলায় সন্দিগ্ধ আসামি হিসাবে প্রভাষকে আটক করা হয়েছে। সুপারকে ১৫১ ধারায় আটক করে আদালতে পাঠান হয়েছে। উল্লেখ্য গত ১১ই মে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান বাদি হয়ে জামাত ইসলাম, বি,এন, পি, শিক্ষক, সাংবাদিক সহ ৪১ নেতাকর্মির বিরুদ্ধে ইন্দুরকানী থানায় চাদাবাজি মামলা দয়ের করেন। এই মামলায় অন্যান্য আসামীরা জামিনে রয়েছেন।
আরও পড়ুন...
পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২
পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …