27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ইউ সি বি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন!!

নওগাঁয় ইউ সি বি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন!!

এনবিএনডেক্স:Naogaon uCB  pic 09.01 নওগাঁয় ইউ সি বি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। গত বৃহষ্পতিবার সন্ধ্যায় নওগাঁ শহরে শিশুপার্কের ফটকের সামনে অসহায় দুঃস্থ এবং শীতার্ত জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরন করা হয়। এসময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব শীতবস্ত্র বিতরন করেন টিএনটির বিভাগীয় প্রকৌশলী কে বি আজম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর পুজা উদ্যাপন কমিটির সভাপতি রনজিত মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, ইউ সি বি ব্যাংক নওগাঁ শাখার ম্যানেজার জাহাঙ্গীর আলম, এসইডি অপারেশান ম্যানেজার নুরুল ইসলাম, ইডি মকলেছুর রহমান শরিফুল রহমান, সুজনের নওগাঁর সাধারন সম্পাদক ও মডেল প্রেসকাবের যুগ্ম সাধারন সম্পাদক মাহমুদুন নবী বেলাল সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ইউ সি বি ব্যাংক নওগাঁ শাখার মাধ্যমে এ শীত মৌসূমে ৫শ শীতবস্ত্র কম্বল বিতরন করা হয়েছে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …