20 Magh 1431 বঙ্গাব্দ রবিবার ২ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »

এনবিএনডেক্স: নওগাঁর মহাদবেপুরে ধান ব্যবসায়ীরা মহাসড়করে ওপর হাট বসেিয় যানবাহন চলাচলরে বিঘœ সৃষ্টি করে আসলেও নীরব রয়েছে স্থানীয় প্রশাসন। নওগাঁ-রাজশাহী ও জয়পুরহাট জেলা শহরের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপনকৃত এ মহাসড়ক দিয়ে প্রতিদিন ভারী ও মাঝারি যানবাহনসহ ট্রাক-বাস চলাচল করে থাকে। উপজলো সদরে সপ্তাহে বুধ ও শনবিারে এ হাট বসে। হাটবারের ওই দিনগুলোতে উপজলো সদররে বক চত্বর, থানা রোড ও বরেন্দ্র অফিস এলাকায় মহাসড়কের ওপর বছরের পর বছর ধরে ব্যবসায়ীরা ধানের হাট বসিয়ে পথচারী এবং ওই সব যানবাহন চলাচলে বিঘœ সৃষ্টি করে আসছে। মহাসড়করে ওই সব স্থানে হাট বসানোর ফলে ধান ব্যবসায়ী ও হাট ইজারাদার লাভবান হলওে যানবাহন মালিক, শ্রমিক ও পথচারীরা সময় অপচয়ের পাশাপাশি আর্থিক তির সম্মুখীন হওয়া সহ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। নওগাঁ জেলার মোটর শ্রমিক ইউনিয়নরে সাংগঠনকি সম্পাদক মো. সাইফুল আলম স্বপন অভিযোগ করেন মহাদবেপুর, পতœীতলা ও ধামইরহাট উপজেলা সদরের মহাসড়কের ওপর হাটবারগুলোতে ধান, পাট ও গবাদিপশু সহ অন্যান্য পণ্য সামগ্রীর হাট বসাচ্ছে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় হাট ইজারাদাররা। এ মহাসড়কটির ওপর হাট বসানোর কারণে প্রায় সময় তাদের যানবাহন চলাচলে বিড়ম্বনা সহ র্দুঘটনায় হতাহতের শিকার হতে হচ্ছে। ট্রাকচালক খোরশদে আলম জানায়, মহাসড়কে হাট বসানোর ফলে ওই সব স্থানে সড়কে যানজটে আটকে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। যানজটে আটকে পড়ার ভয়ে হাটবারের দিনগুলোতে অনেক সময় বিকল্প সড়ক দিয়ে যানবাহন গন্তব্য স্থানে পৌঁঁছাতে হচ্ছে। এসব কারণে পথচারী, বাসযাত্রী মালামাল পরিবহনে ব্যবহৃত যানবাহন এবং বিশেষ করে এ্যাম্বুলেন্সে থাকা রোগী ও তাদের লোকজনদের চরম দুশ্চিন্তা ও ভোগান্তি পোহাতে হয়। এ ছাড়া মহাসড়কে হাট বসানোর ফলে সখোনে আটকে পড়া অপচয় হওয়া সময় পুষিয়ে নিতে চালকরা তাদরে যানবাহন দ্রুত গতিতে গন্তব্যস্থলে নেয়ার সময় প্রায় ছোট বড় র্দুঘটনায় যান মালের তি হয় বলে বাস চালক সেকেন্দার আলী জানায়। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার আমিনুর রহমান বলেছেন হাটের নির্ধারিত জায়গা না থাকায় সড়কের ওপর ধানের হাট বসায় ব্যবসায়ীরা। সংশিষ্ট বিষয়ে সমস্যা নিরসনের জন্য উর্দ্ধতন কর্তৃপকে অবগত করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …