22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে ভবন নির্মান ভবন ভাঙ্গার নির্দেশ দিলেও তোয়াক্কা করছেনা দখল কারীরা

জিয়ানগরে প্রাথমিক বিদ্যালয়ের জমি দখল করে ভবন নির্মান ভবন ভাঙ্গার নির্দেশ দিলেও তোয়াক্কা করছেনা দখল কারীরা

পিরোজপুর প্রতিনিধি: জমির রেকর্ড অছে, নামজারী করা আছে, নিয়মিত খাজনা পরিশোধ, ১৯৫৭ সাল থেকে এজমি দখলে আছে তার পর ও এই জমি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নয় এ অভিযোগে ক্ষমতার দাপটে ঐ বিদ্যালয়ের ৮০৫ নং দাগের ১০ শতাংশ জমি দখল করে ভবন নির্মান করছে ঐ এলাকার তিন প্রভাবশালী। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভবন ভাঙ্গার নোটিশ দিলেও সেই নোটিশের তোয়াক্কা করছে না তারা। উপজেলা সদর থেকে ৮ কিঃ মিঃ দুরে পত্তাশী ছালাম তালুকদারে বাজার সংলগ্ন উপজেলা শ্রেষ্ট বিদ্যাপিট ১৬নং পত্তাশী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়। সরজমিনে গিয়ে দেখা যায় ১৯৫৭ সালে এই বিদ্যালয়টি স’াপিত, এই প্রতিষ্ঠানের ৮০২, ৮০৩,৮০৫নং দাগে মোট ৫৪ শতাংশ নিজস্ব জমি রয়েছে। বিদ্যালয়ের সামনের ৫০ গজ দুরে দক্ষিন প্রানে- পুকুরের পার্শ্ব ঘিরে তিন প্রভাব শালী পত্তাশী গ্রামের হাজী মোঃ নেছার উদ্দিনের ছেলে অধ্যক্ষ এম, এ, কালাম, মোঃ আনোয়ার হোসেনের ছেলে মোঃ শহিদুল ইসলাম, মোঃ কাসেমের ছেলে মোঃ হারুন আর রশিদ নিজেরাই ক্রয় সূত্রে মালিক দাবী করে এবছর এপ্রিল মাসে কোন অনুমতি ছাড়া অবৈধ ভাবে ভবন নির্মান শুরু করে। এলাকা বাসী ও বিদ্যালয় কর্তৃপক্ষ নিরুপায় হয়ে এ বিষয় গত ২৮ এপ্রিল ঐ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ কুদ্দুস উপজেলা নির্বহীর কাছে লিখিত অভিযোগ দেন। পরে থানা পুলিশ ভবন নির্মান বন্দ করে দেয়। কিন’ উপজেলা শিক্ষা কর্মকর্তা, সার্ভেয়ার নিয়ে ম্যানেজিং কমিটির সদস্য অভিযুক্ত ব্যাক্তি বর্গ এলাকার গণ্য মান্য ব্যাক্তি সহ বিদ্যালয়ের ভুমি পরিমাপ করে পিলার দিয়া আসলে ঐ প্রভাব শালীরা দুই তিন দিনের মধ্যে পিলার উঠিয়ে ফেলে। দখল কারী প্রভাব শালীরা ঐ জমি দখলে রাখার জন্য বিভিন্ন মহলে রাজনৈতিক ভাবে তদবির করলে ও কোন ফল পায়নি। অবশেষে ভবন নির্মানের ৫ মাস পর গত ১৮ সেপ্টেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আবু জাফর অবৈধ ভাবে নির্মিত ভবন ভাঙ্গার নিদের্শ দিয়ে দখল কারীদের কাছে নোটিশ দেন। তারা নোটিশ পেয়েও নোটিশের তোয়াক্কা করছে না। এ বিষয় ভবন নির্মান কারী পত্তাশীর বাসিন্দা অধ্যক্ষ এম, এ কালাম জানান আমি তালুকদাদের কাছ থেকে জমি কিনে ভবন নির্মান করছি। ভবন ভাঙ্গার নির্দেশ দেয়ার এখতিয়ার উপজেলা শিক্ষা অফিসারের নেই। যদি আদালত থেকে ভাঙ্গার নির্দেশ দেয় তাহলে দেখা যাবে। কিন’ ঐ জমির মালিকানার কোন দলিল তাদের কাছে নেই। ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সহ সভাপতি মাষ্টার শামসুর রহমান জানান দখল কৃত জমি বিদ্যালয়ের নিজস্ব জমি। তিনি অবৈধ স’াপনা অপসারনের দাবি জানান। ঐ এলাকার বাসিন্দা সাবেক সেনা সদস্য ইউছুব আলী জানান বিদ্যালয়ের জন্ম থেকে ঐ জমি বিদ্যালয়ের, জবর দখল করে প্রভাব শালীরা স’াপনা নির্মান করেছে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ আবু জাফর জানান অবৈধ স’াপনা ভাঙ্গার জন্য নোটিশ দেওয়া হয়েছে। না ভাঙ্গলে পরবর্তীতে ব্যবস’া গ্রহন করা হবে। তবে এলাকা বাসীর ধারনা কোন শক্তি এর পিছনে কাছ করছে বলে তারা ভবন ভাঙ্গছে না।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …