23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ভীমপুর ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন ও ইউরেট আদায় ঘোষনা!!

নওগাঁর ভীমপুর ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন ও ইউরেট আদায় ঘোষনা!!

এনবিএনডেক্স: নওগাঁর জেলার মধ্য এক মাত্র ইউনিয়ন পরিষদ ভীমপুরকে শতভাগ স্যানিটেশন ও ইউরেট আদায় ঘোষনা করলো জেলা প্রশাসন। এ উপলে ভীমপুর ইউনিয়ন পরিষদ চত্তরে বর্ণাঢ্য অনুষ্টানের আয়োজন করে সোমবার বিকালে। এ অনুষ্টানে জেএসসি এসসি পর্যায়ে কৃতি শিাথী ও বরেন্য ব্যাক্তিদের দেওয়া হয় সম্বর্ধনা । জমকালো অনুষ্টানে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক এনামুল হক, পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খাঁন, স্থানীয় সরকার মন্ত্রনালয়ের উপ-সচিব মো: নজরুল ইসলাম, মহাদেবপুর উপজেলা শিা কর্মকর্তা মো: জাহিদুল আসলাম, বিশিষ্ট ব্যবসায়ী কানাইলাল ভদ্র, মহাদেবপুর থানা প্রেস কাবের সভাপতি গোলাম রসুল বাবু প্রমুখ। অনুষ্টানের শুরুতে স্থানীয় বিশিষ্ট ব্যাক্তিরা  বক্তব্য রাখেন, এ ইউনিয়নের শতভাগ সাফল্য ভুয়সী প্রশংসা করে বলেন, ইউপি চেয়ারম্যান রাম প্রসাদ ভদ্র নিজে একজন নিষ্টাবান এবং ইউনিয়নে সুশাসন প্রতিষ্টা করার মাধ্যমে এ সাফল্য বয়ে এনেছেন। জেলা প্রশাসক এনামুল হক তার বক্তব্য বলেন, চেষ্টা এবং উদ্যম থাকার কারনে ভীমপুর ইউনিয়নকে শতভাগ স্যানিটেশন ও ইউরেট আদায় করার যে সাফল্য এনেছেন ইউপি চেয়রম্যান রাম প্রসাদ ভদ্র তা এ জেলার জন্য একটি মডেল। আগামীতে এ ইউনিয়ন কে সারাদেশের মডেল ইউনিয়ন হিসাবে চেয়ারম্যান রাম  প্রসাদকে  গড়ে তোলার আহবান জানান। জেলা পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খান বলেন, স্থানীয় সুশাসন বজায় রাখার মধ্য দিয়ে এ ইউনিয়ন অনেক সুনাম কুড়িয়েছে। শতভাগ এ সাফল্যর ধারা বাহিকতা বজায় রাখার জন্য তিনি আহবান জানিয়ে চেয়ারম্যানকে ধন্যবাদ জানান । আরো বক্তব্য রাখেন, স্থানীয় সরকারের উপ-সচিব মো: নজরুল ইসলাম । তিনি বলেন আজ এ ইউনিয়ন বাসীর জন্য একটি ঈদের আনন্দ । কারন সারা জেলার মধ্য শতভাগ এ সাফল্যর যে আনুষ্টানিক ঘোষনা তা পুরো ইউনিয়ন বাসীর অবদান রয়েছে। তিনি আগামীতে এ ইউনিয়কে আরো বলিষ্ট ইউনিয়ন হিসাবে চেয়ারম্যানকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আহবান জানান। অনুষ্টান শেষে কৃতি শিার্থী ও বরেন্য ব্যাক্তিদের সম্বধনা প্রদান ও সম্মননা ক্রেষ্ট তুলে দেন প্রধান অতিথি। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করা হয় ।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …