29 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ১২ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / মঠবাড়িয়ায় পৃথক তিনটি হামলার ঘটনায় আহত ১০

মঠবাড়িয়ায় পৃথক তিনটি হামলার ঘটনায় আহত ১০

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়িয়ায় গত ২৪ ঘন্টায় পৃথক তিনটি হামলার ঘটনায় ১০ জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুত্বর আহত ৪ জনকে উপজেলা স্বাস্থ্যয কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং বাকীদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। প্রতক্ষ্যদর্শী ও আহত সূত্রে জানাযায়, উপজেলার কালিকা বাড়ী গ্রামের আবদুর রহমানের পুত্র জামাল ও জালাল হোসেনের সাথে র্দীর্ঘ দিন ধরে স্থানীয় আমড়াগাছিয়া বাজারের দোকানের ভিটির জমি নিয়ে এ বিরোধ চলে আসছিল। ভাইয়ে ভাইয়ের এ বিরোধ নিস্পত্তির জন্য গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের এক নেতার বাসায় সালিশ বৈঠকের দিন ধার্য্য ছিল। ওই বৈঠকে ভিটির মালিকানা দাবীদার জামাল উপসি’ত থাকলেও ভাই জালাল অনুপসি’ত থেকে তার ভাড়া করা লোকজন জামালের উপর হামলা চালায়। আমড়াগাছিয়া ইউপি চেয়ারম্যান সুলতান হোসেন জানান, জামাল পৌর শহর হতে বাড়ী ফেরার পথে প্রতিপক্ষ জালালের পক্ষ অবলম্বন করে, আবুল কালাম ও লিটন বাড়ী ফেরার পথে জামালের উপর চাইনিজ কুরাল দিয়ে এলোপাতারী আঘাত করে। গুরুত্বর আহত অবস্থায় ওই রাতে জামালকে উপজেলা স্বাস্থ্যয কমপ্লেক্সে ভর্তি পর তার অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে স্থাননান্তর করা হয়। অপরদিকে গতকাল শুক্রবার সকালে উপজেলার ফুলঝুড়ি গ্রামে জমি সংক্রান- বিরোধের জের ধরে রুহুল আমীন ও মহারাজ দলবল নিয়ে জাহানারা বেগম (৪৭) ও তার পুত্র মাহাবুব (২২)কে পিটিয়ে গুরুত্বর জখম করে। এছাড়াও গতকাল শুক্রবার দুপুরে উপজেলা সেনের টিকিকাটা গ্রামে চান মিয়ার পুত্র গামের্ন্টস কর্মী রিয়াজ আহম্মেদ (৩০)কে প্রতিবেশী নিকট আত্মীয় সাইফুল ও রাসেল নারকেল গাছকে কেন্দ্র করে পিটিয়ে গুরুত্বর জখম করে। আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। মঠবাড়িয়া থানার ওসি এস,এমএ যাহিদ মঠবাড়িয়ায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা পাল্টা হামলার ঘটনাই বেশী স্বীকার করে বলেন হামলার ঘটনায় ক্ষতিগ্রদের আইনী সহায়তা দেওয়া হচ্ছে।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …