8 Srabon 1432 বঙ্গাব্দ বুধবার ২৩ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বরিশাল / জিয়ানগরে পুলিশ প্রহরায় সাঈদীর ফাঁসীর দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

জিয়ানগরে পুলিশ প্রহরায় সাঈদীর ফাঁসীর দাবীতে মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি: জিয়ানগরে পুলিশ প্রহরায় আনত্মর্জাতিক অপরাধ ট্রাইবুনালে বিচারাধীন মামলায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি দেলোয়ার হোসেন সাঈদীর ফাঁসীর দাবীতে মানববন্ধন করেছে মুক্তিযোদ্ধারা। শনিবার সকালে জিয়ানগর মুক্তিযোদ্ধা মার্কেটের সামনের প্রধান সড়কে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও সাঈদীর যুদ্ধাপরাধ মামলার বাদী মোঃ মাহবুবুল আলমের নেতৃত্বে অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা ও যুবকরা মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ডেপুটি কামান্ডার এ্যাড. মোঃ সামছুল হক খান। পরে উপজেলা সভা কক্ষে এক আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহবুবুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোঃ ফজলুল হক সেন্টু, শহিদুল আলম মন্টু, হুমায়ুন কবির খোকন, দেলোয়ার হোসেন ফকির, আবুল কালাম সেপাই, আলহাজ্জ্ব আঃ রশিদ, গৌতম হালদার ও মাষ্টার আঃ গনি প্রমুখ। উল্লেখ্য উপজেলার পাড়েরহাট বন্দরের মুক্তিযোদ্ধা মোকাররম হোসেন কবীর সাঈদীর স্বপক্ষে কথা বলায় ও সাঈদী কোন যুদ্ধাপরাধী ছিলেন না এ ধরনের বিবৃতি দেয়ায় একটি নাটকীয় অভিযোগ এনে গত ৭ তারিখে তাকে তার পাড়েরহাটের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন...

পিরোজপুরের ভান্ডারিয়ায় অজ্ঞানপার্টির খপ্পরে পরে অসুস’ ২

পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুর থেকে ভাণ্ডারিয়া আসার পথে অজ্ঞান পার্টির সদস্যদের খপ্পরে পরে অসুস’ হয়েছে ২জন। …