8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় আম বাগান কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

নওগাঁয় আম বাগান কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা

এনবিএন ডেক্স: নওগাঁর পোরশায় পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির আমরূপালী বাগানের গাছ কেটে সাবাড় করে দিয়েছে দর্বৃত্তরা। এ ব্যাপারে বাগানের মালিক ৭জনকে আসামি করে গত ৫অক্টোবর বুধবার নওগাঁ পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছে। অভিযোগ সূত্রে জানাগেছে উপজেলার পোরশা বাঁশবাড়ি গ্রামের মোজাম্মেল হক শাহ তার স্ত্রী সূত্রে প্রাপ্ত তাইতোর মৌজার তাইতোর গ্রামের পার্শে ১একর ৪১শতক জমির উপর ১০বছর পূর্বে একটি আমরূপালী বাগান লাগায়। বাগানটিতে প্রায় ২শত আমরূপালী গাছ রয়েছে। এগুলোর মধ্যে গত ৫অক্টোবর বুধবার ভোর ৫টায় তাইতোর গ্রামের মজিবর রহমান তার ছেলে মোসত্মাফিজুর রহমান ও হাফিজুর রহমান একই গ্রামের হাফিজুর রহমান তার ছেলে সাহেব আলী ও পলাশ এবং জালুয়া গ্রামের মৃতু শের মোহাম্মাদের ছেলে লতিফর ৪২টি আম গাছ কেটে ফেলে। আম গাছ গুলির আনুমানিক মূল্য ৪২ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। এ ব্যাপারে ঘটনা তদনত্মকারী কর্মকর্তা এসআই মোসত্মাফিজুর রহমানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন এবং বলেন আমরা তদনত্ম করেছি অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আরও পড়ুন...

খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে উন্নীত করা হবে: নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে …