এনবিএনডেক্স: নওগাঁর ডাক্তারের ভূল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার বিকালে নওগাঁ সদরের (শান্তাহার) নতুন শাহাপুর মহল্লায়। স্থানীয় ও মৃত্যের পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকালে নতুন শাহাপুর এলাকার মাঈসা ভিষন কেয়ার সেন্টোরের পার্শ্বে গাইনী বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার সুলতানা জাহান এর প্রাইভেট চেম্বারের পাশের বাসার মিঠুর স্ত্রী জহুরা (২২) এর প্রসব যন্ত্রনা দেখা দিলে তাৎণিক তাকে ওই ডাক্তারের কাছে নিয়ে যায়। ডাক্তার রোগীর নাম মাত্র পরীা নিরীা করে বলেন রোগীকে বাঁচাতে হলে এুনি অপারেশন করতে হবে। এতে রোগীর লোকজন ডাক্তারের দেয়া কাগজ পত্র স্বার করে ১০ হাজার টাকা চুক্তি করে রোগীর অপারেশনের আয়োজন করে। এ সময় তড়িঘড়ি করে ওই ডাক্তার নিজেই অজ্ঞান করে রোগীকে অপারেশন করে। তার ত্র“টিপূর্ণ অপারেশনের কারনে রোগী তাৎণিক ছটফট করতে থাকে এবং বিকাল ৩ টার দিকে সে মারা যায়। তবে প্রসূতির পুত্র সন্তান বর্তমানে জীবিত আছে। জানা যায় গত দেড় বছর পূর্বে পার্শ্ববর্তী বগুড়া জেলার আদমদিঘী উপজেলার ছোট মালশন গ্রামের নূরুল হুদার মেয়ের সঙ্গে মিঠুর বিয়ে হয়। এবং এটিই তাদের ১ম সন্তান বলে জানা গেছে। স্থানীয় জনতা বিষয়টি টের পেয়ে ডাক্তারের প্রাইভেট চেম্বারে হামলা করলে ডাক্তার পালিয়ে যায় এবং চেম্বারের লোকজন দরজা বন্ধ করে দেয়। সরেজমিনে ও স্থানীয়দের ভাষ্যমতে জানা যায়, উক্ত ডাক্তারের প্রাইভেট চেম্বারে রোগী অপারেশন করার মত কোন পরিবেশ নাই। জীর্ণ ঘরে নাম সর্বস্ব সাইন বোর্ড ঝুলিয়ে দীর্ঘদিন ধরে দাপটের সাথে ওই ডাক্তার চিকিৎসার নামে অপচিকিৎসা চালিয়ে আসছিল। পুলিশ সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে উত্তোজিত জনতা কে শান্ত করে। তখন শুরু হয় লাশের দামের রশি টানাটানি। এক পর্যায়ে স্থানীয় ইউ,পি চেয়ারম্যান মোস্তাক আহম্মেদ, উক্ত ডাক্তারের কিছু ক্যাডার ও নওগাঁ সদর মডেল থানার এস.আই মান্নানের সমঝোতায় ৩ ল টাকায় লাশের রফা করে উভয় প মামলা করবে না মর্মে মুচলিকা লিখে নেয়। এ বিষয়ে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ (ও’সি) জাকিরুল ইসলামের সঙ্গে কথা বললে, তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মৃত্যের পরিবার থানায় কোন অভিযোগ না করায় আইনগত ব্যবস্থা করা সম্ভব হয়নি। সংশ্লিষ্ট বিষয়ে ডাক্তার সুলতানা জাহানের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায় নি। উল্লেখ্য ইতোপূর্বেও উক্ত ডাক্তার ও তার স্বামী ডাঃ মাহতাব-ই আলম এ ধরনের ঘটনা কয়েক বার ঘটিয়েছে এমনকি কারাবাস পর্যন্ত করেছে।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …