এনবিএনডেক্স: নওগাঁর বদলগাছী উপজেলার জিধিরপুর গ্রামের একটি মাঠে মহিদুল ইসলাম (২৭) নামে এক চা বিক্রেতা খুন হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে ওই মাঠ থেকে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে। নিহত মহিদুল বদলগাছী উপজেলা সদরের কলেজ পাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে বলে জানা গেছে। বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, মহিদুল ইসলাম কলেজ পাড়া এলাকার দীর্ঘ দিন থেকে একটি চায়ের দোকানে চা বিক্রি করে আসছিল। গত সোমবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে মহিদুল আর বাড়ি ফেরেননি। পরের দিন গতকাল মঙ্গলবার সকালে স্থানীয়রা গ্রামের পাশের মাঠে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ সেখানে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ওসি আরো জানান, মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত সহ মুখমন্ডল থেতলে দেওয়া হয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে তাকে কেউ হত্যা করেছে বলে তিনি জানান। এ রিপোর্ট লেখা পর্যন্ত সংশিষ্ট বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানা গেছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …