23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / উৎপাদনকারী পরিবার হতাশ নওগাঁর আত্রাইয়ে শুঁটকি মাছ উৎপাদনকারীরা লোকসানের মুখে!!

উৎপাদনকারী পরিবার হতাশ নওগাঁর আত্রাইয়ে শুঁটকি মাছ উৎপাদনকারীরা লোকসানের মুখে!!

এনবিএনডেক্স : নওগাঁর আত্রাইয়ে লোকসানের শিকার হয়ে শুটকি উৎপাদনকারীদের মাঝে হতাশার ছাপ দেখা দিয়েছে। ফলে এবারে আত্রাইয়ে শুঁটকি উৎপাদন হচ্ছে অন্যান্যবারের তুলনায় অনেক কম। অন্যান্যবার এ মৌসুমে শুঁটকি উৎপাদনে ব্যাপক সরব থাকলেও এবারে নেই তাদের মাঝে আগ্রহ। তাই অনেক চাটাইগুলো দিনের পর দিন পড়ে থাকছে মাছ বিহীন। জানা যায়, উত্তর জনপদের মৎস্য ভান্ডার হিসেবে খ্যাত স্থানসমূহের মধ্যে আত্রাই অন্যতম। প্রতিদিন শত শত টন মাছ আত্রাই থেকে রেল, সড়ক ও নৌ পথে দেশের বিভিন্ন জেলায় বাজারজাত করা হয়। সে অনুযায়ী শুঁটকি উৎপাদনেও আত্রাইয়ের যথেষ্ট প্রসিদ্ধ রয়েছে। রাজধানী ঢাকাসহ উত্তরাঞ্চলের রংপুর, নিলফামারী, সৈয়দপুর, কুড়িগ্রাম, দিনাজুপরসহ দেশের প্রায় ১৫/২০ জেলাতে বাজারজাত করা হয় আত্রাইয়ে শুঁটকি মাছ। আর এ মাছের শুঁটকি তৈরি করে জীবিকা নির্বাহ করে প্রায় শতাধিক পরিবার। আত্রাইয়ের ভরতেঁতুলিয়া গ্রাম শুটকি তৈরীতে বিশেষভাবে খ্যাত। এ গ্রামের শতাধিক শুটকি ব্যবসায়ী এ পেশার সাথে সম্পৃক্ত। শুধু বর্ষা মৌসুমে শুটকি তৈরী করে তারা পরিবারের সারা বছরের ভরণপোষণ নিশ্চিত করতেন। কিন্তু এবার বাজার মন্দা থাকায় এসব শুঁটকি ব্যবসায়ীরা হাতাশ হয়ে পড়েছেন। কাঁচা মাছের আমদানি কম, বাজারে মূল্য বেশি অথচ শুটকির বাজারে ধস। সবকিছু মিলিয়ে তাদের এবারে চালান প্রতি লাভের স্থলে গুনতে হচ্ছে লোকসান।ভরতেঁতুলিয়া গ্রামের বিশিষ্ট শুটকি ব্যবসায়ী মঞ্জুর মোল্লা বলেন, অন্যান্য বছর শুটকি বিক্রি করে আমরা যে পরিমাণ লাভবান হতাম, এবার তার অর্ধেকও শুঁটকি বাজারজাত করতে পারছি না। কাঁচা মাছের আমদানি কম, মূল্য বৃদ্ধি অথচ শুটকির দাম কম হওয়ায় এবারে শুটকি তৈরী করে আমাদের আসল টাকাই উঠছে না। প্রতি চালানেই আমাদের গুনতে হচ্ছে লোকসান। এ জন্য অন্যান্যবার শুটকি মৌসুমে শুটকি তৈরীর যে ধুম পড়তো এবার তা নেই। অনেকটা আমরা আগ্রহ হারিয়ে ফেলেছি। এ জন্য শুটকির চাটাইগুলোও ভরা মৌসুমে কালি পড়ে থাকছে।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …