এনবিএনডেক্স: নওগাঁয় স্বামী কর্তৃক স্ত্রী মিছেলা আকতারের নির্মম ভাবে হত্যাকারীদেরকে গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবীতে মানব বন্ধন, বিােভ মিছিল ও সমাবেশ করেছে জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। গতকাল সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরের ব্রীজের মোড়ে প্রধান সড়কে ঘন্টাকাল ব্যাপী এ মানব বন্ধন কর্মসুচী পালন করে। মানব বন্ধন চলাকালে জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মকছেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানব বন্ধনে পৌর কাউন্সিলর ফারুকুজ্জামান ফারুক, সিরাজুল ইসলাম নিজ্জু, পিযুষ কান্তি সরকার, জেলা হোটেল শ্রমিক ইউিিনয়নের সাধারন সম্পাদক মন্টু চ্যাকী, শ্রমিক নেতা অমল চন্দ্র দত্ত, সামসুল আলম প্রমুখ বক্তব্য রাখেন । পরে একটি বিােভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি করে সুপারিপট্টি অফিসে গিয়ে শেষ হয়। পরে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা অবিলম্বে মিছেলা আকতারের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। উল্লেখ্য যে, গত ১৬ নভেম্বর রাত ১২টার সময় শহরের বাঙ্গাবাড়ীয়া মহল্লায় স্বামীর বাড়ীতে স্ত্রী মিছেলা আকতারকে স্বামী বাপ্পী হোসেন ও তার পিতা আজিজার রহমান ও মা রেনু বেগমকে মারপিট করে শ্বাসরোধ করে হত্যা করে। পরে লাশ ঘরের ফ্যানের সাথে ঝুলিয়ে রেখে তারা পালিয়ে যায়। এ ব্যাপারে মিছেলার পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালতে মামলা দায়ের করে।
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় মিছেলা আকতারের হত্যাকারীকে দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচারের দাবীতে মানব বন্ধন ও বিােভ সমাবেশ!!
আরও পড়ুন...
নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক
এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৫ …