এনবিএনডেক্স: নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর ইউপির হিন্দু পল্লী জগপাড়া গ্রামে দূর্ধষ ডাকাতির ঘটনা ঘটেছে। জানা যায় গত বুধবার দিবাগত রাত আনুমানিক ১ টায় জগপাড়া গ্রামের শ্রী সাধন চন্দ্র সরকারের বাড়ি ঘেরাও করে দূর্ধষ ডাকাত দল গৃহকর্তাসহ ৫ জনকে মারপিটে আহত করে এবং প্রায় ২০ লাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। শ্রী সাধন চন্দ্র সরকার জানান ৩০/৪০ জনের ডাকাতদল দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার বাড়িতে আক্রমন চালিয়ে বৈঠকখানার জানালার গ্রিল ভেঙ্গে বাড়িতে প্রবেশ করে। এসময় বিষা নামে এক কাজের লোক ডাকাতদের বাধা দিলে তাকে মারপিট করে। মারধরের শব্দে বাড়ির লোকজন ঘরের বাহিরে এলে ডাকাতরা তাদের মোবাইল ফোন নিয়ে ভেঙ্গে ফেলে তাদেক মারধর করে ৩০ ভরি স্বর্ণের অলংকার, নগদ ১ ল টাকা এবং ২০-৩০ কেজি কাসার থালা-বাটি লুট করে নিয়ে যায়। এ সময় ডাকাতরা সাধন চন্দ্র সরকারের অন্যান্য শরীকদের বাড়ির মেইন দরজায় শিকল দিয়ে পাহাড়া দেয়। প্রায় ৪০-৪৫ মিনিট ধরে ডাকাতরা বাড়ির আসবাবপত্র ভাংচুর, মারপিট ও লুটপাট করে। ডাকাত দলের মারপিটে আহতরা হলো গৃহকর্তা সাধন চন্দ্র সরকার, তার স্ত্রী, ২ সন্তান ও কাজের লোক বিষা। আহতদের স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করানো হয়। খবর পেয়ে বদলগাছী থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি বলে ওসি আজিজুল হক জানান।
Home / ক্রাইম নিউজ / নওগাঁর বদলগাছীর হিন্দু পল্লীতে দূর্ধষ ডাকাতি ২০ লাধিক টাকার মালামাল লুট আহত ৫!!
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …