22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ওহিদুল ইসলাম ও তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা- আটক ৮জন!!

নওগাঁয় স্বেচ্ছাসেবক লীগ নেতা ওহিদুল ইসলাম ও তার ভাইকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা- আটক ৮জন!!

এনবিএনডেক্স: পূর্ব শত্র“তার জের ধরে নওগাঁ সদর উপজেলার দুর্গাপুর মাঠে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওহিদুল ইসলাম (৪০) ও তার ভাই শাহিন ইসলাম (৩৮) কে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতরা হলেন নওগাঁ সদর উপজেলার চকপ্রাচী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে। এ ঘটনায় হত্যাকান্ডের সাথে জড়িত থাকার সন্দেহে নওগাঁ সদর মডেল থানা পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করেছে। আটককৃতরা হলো একই এলাকার রহমান, আফছার, মুক্তার, মাহতাব আলী (ফুসু), রিপন, লোকমান হোসেন, এরশাদ ও শিশির। নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, গত রোববার দিবাগত রাত ১২ টার দিকে নওগাঁ শহর থেকে চকপ্রাচী গ্রামের নিজ বাড়ীতে ফেরার পথে ২ ভাই দূর্গাপুর নামক স্থানে পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাদের উপর হামলা করে। এসময় দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই পা সহ শরীরের বিভিন্ন জায়গার রগ কেটে দুই সহোদরকে নির্মমভাবে হত্যা করে লাশ মাঠের মধ্যে সরিষা েেত ফেলে রেখে পালিয়ে যায়। ওই রাতেই স্থানীয়রা তাদের লাশ দেখতে পেয়ে পুলিশ কে সংবাদ দিলে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গতকাল সোমবার ভোররাতে নিহত দুই সহোদরের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। সদর মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) সমির চন্দ্র সুত্রধর জানান, পূর্ব শত্র“তার জের ধরে তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে। নিহত দুই ভাইয়ের মধ্যে অহিদুল ইসলাম সদর থানা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এবং শাহিন ইসলাম কৃষিকাজ করতেন বলে পুলিশ জানিয়েছেন। এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ও’সি) জাকিরুল ইসলামের সঙ্গে কথা বললে তিনি জানান নিহতদের ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে ২৬ জন সহ আরও অজ্ঞাতনামা কয়েক জন কে আসামী করে থানায় ১টি হত্যা মামলা দায়ের করেছেন। লাশ ২টি ময়না তদন্ত শেষে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …