এনবিএন ডেক্স: সংস্কারের অভাবে নওগাঁর সাতড়া বিল মাছ শুন্য হয়ে পড়ায় হাজার হাজার জেলে বেকার হয়ে পড়েছে। এক সময় নওগাঁর সাতড়া বিলের মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে রাজধানী সহ দেশের অন্য জেলায় সরবরাহ করত জেলেরা। কিন্ত এখন সারাদিন জাল ফেলেও এক কেজি মাছ মিলছে না। ফলে পেশা ছেড়েছে হাজার জেলে । চরম মানবেতর জীবন যাপন করছে জেলেদের পরিবার । নওগাঁর নিয়ামত পুর উপজেলায় অবস্থিত সাতড়া বিল কে বলা হতো মাছের ভান্ডার। এ বিলের মাছ স্থানীয় চাহিদা মিটিয়ে সারাদেশে সরবরাহ হতো। দেশীয় শিং মাগুর রুই, কাতল, সহ দেশীয় প্রজাতির সকল মাছ পাওয়া যেত এ বিল থেকে। সারা বছর বিলে হাজার হাজার জেলে বিচর করে জীবন জীবিকা নির্বাহ করে আসলেও বর্তমান অবৈধ দখলের ফলে বিলের তল দেশ ভরাট হয়ে গেছ গত ১০ বছর আগে। এ ছাড়া শুষ্ক মৌসুমে বিল থেকে গভীর নলকুপ দিয়ে সেচ কাজে পানি সরবরাহ করার ফলে শুকিয়ে যায়এ বিল। এর ফলে গত ৫/৬ বছর থেকে এ বিল থেকে মাছ হারিয়ে যায়। এখন জেলেরা সারা দিন জাল ফেলে এক থেকে দের কেজি মাছ পাচ্ছে না বললেন কজন জেলে। সাতরা বিলকে ঘিরে আশপাশের গ্রাম গুলো এখন অনেক পুরুষ শুন্য । দারিদ্রতা ভারে জর্জরিত এসব জেলেরা অনেকে পেশা বদল করে এলাকা ছেড়েছে। অনেকে ঢাকায় গার্মেন্টসে আবার কেউ দিন মজুরের কাজ করে জীবন ধারন করছে। কিছু জেলে নিরুপায় হয়ে পেশা আকড়ে মাছ ধরার সংগ্রাম করছে সাতরা বিলে। এদের মধ্য কয়েক জন বলেন সারাদিন জাল ফেলে সাতরা বিল থেকে এককেজির বেশি মাছ পাওয়া যায়না । এম মাছ বিক্রি করে সংসার চলে না। বাজারে নিত্য পন্যর দামের সাথে আয়ের মিল নেই। এ কারনে একবার খেয়ে আরেকবার না খেয়ে দিনপার পার করছি, জানালেন সাত্তার ও খয়বর নামের দু জেলে। সাতরা বিল সংরক্ষন কমিটির সভাপতি মো: নুরুল ইসলাম জানান, এ মুহুর্তে সাকরা বিলকে রক্ষা করতে হলে খনন করা জরুরী । এ ছাড়া এখানে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হলে আবার জেলেরা ফিরে আসবে। নওগাঁ জেলা মত্স্য কর্মকর্তা মো: মাহবুব আলম জানান, নওগাঁয় ৪৪ টি বিলকে সংস্কার করার জন্য প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর মধ্য সাতরা বিলকে মাছের অভয়াশ্রম হিসাবে গড়ে তোলার জন্য প্রকল্প রয়েছে ।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …