সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যার পর নিজেই নিজের পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা। মূমূর্ষ অবস’ায় তাড়াশ হাসপাতালে রেখে আত্মীয়স্বজনে নাপাত্তা। বিপাকে কর্মরত ডাক্তারগণ। জানাযায়, সোমবার সন্ধ্যায় উপজেলার জাহাঙ্গীরগাতি গ্রামের আলীমুদ্দিনের ছেলে সাগর (২২) হামিদা খাতুন নামের এক যুবতীকে ফুসলিয়ে বাড়ি থেকে বের করে জোর পুর্বক বিয়ে করে। এ নিয়ে মেয়ের বাবা মামলা করে। গত ৩দিন ধরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ও গোলমাল চলে আসছিল। সোমবার সন্ধ্যায় স্বামী সাগর স্ত্রী হামিদাকে ছুরিকাঘাত করে হত্যার পর ঘরের ধরনার সাথে ঝুলিয়ে রেখে নিজেই তার পেটে ছুরি মেরে আত্মহত্যার চেষ্ঠা করে। পরে প্রতিবেশীরা সাগরকে উদ্ধার করে তাড়াশ হাসপাতালে রেখে পালিয়ে যায়। বর্তমানে তার অবস’া আশংকা জনক। এ ব্যাপারে ডাক্তার দেবরাজ কুমার জানান, দ্রুত সাগরকে বগুড়া কিংবা রাজশাহী মেডিক্যালে নিয়ে অপারেশন করলে হয়ত ভাল হতে পারে। কিন’ জরুরী বিভাগে রোগীকে রেভে তার আত্মীয়স্বজনরা পালিয়ে গেছে। তাকে দ্রুত মেডিক্যালে নেওয়ার মত কাউকে পাওয়া যাচ্ছেনা। অপর দিকে পুলিশ ঘটনাস’লে যাওয়ার পর ছেলে পিতামাতা সহ আত্মীয় স্বজনারা গা ঢাকা দিয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …