7 Srabon 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় শ্রী শ্রীঠাকুর অনুকুলচন্দের ১২৭তম আবির্ভাব বর্ষ-স্বরণ মহোৎসব উপলে বর্নাঢ্য র‌্যালী অনুষ্টিত

নওগাঁয় শ্রী শ্রীঠাকুর অনুকুলচন্দের ১২৭তম আবির্ভাব বর্ষ-স্বরণ মহোৎসব উপলে বর্নাঢ্য র‌্যালী অনুষ্টিত

এনবিএনডেক্স:ওগাঁয় শ্রী শ্রীঠাকুর অনুকুলচন্দের ১২৭তম আবির্ভাব বর্ষ-স্বরণ মহোৎসব ও সার্বজনিন ধর্ম সভা উপলে একটি বর্নাঢ্য র‌্যালী অনুষ্টিত হয়েছে। শ্রী শ্রীঠাকুর অনুকুলচন্দ্র সৎসঙ্গ নওগাঁ জেলা শাখা এর আয়োজন করে। গতকাল শুক্রবার সকালে শহরের ঘোষপাড়ার ফাইভ স্টার মন্দির প্রাঙ্গন থেকে একটি বনাঢ্য র‌্যলী বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদনি শেষে পুনরায় মন্দিরে গিয়ে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসাবে র‌্যালিীতে নেতৃত্বদেন নওগাঁর পৌর মেয়র নজমুল হক সনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের উপ প্রচার সম্পাদক দিলিপ চক্রবর্ত্তী, ওয়ার্ড কমিশনার আব্দুর রাজ্জাক,  মন্দিরের সভাপতি সন্তোষ কুমার প্রাং, সাধারন সম্পাদক কেশব চন্দ্র দাস, সদস্য বাবুল চন্দ্র সরকার, দেবপ্রসাদ সুর, যুগল কিশোর ঘোষসহ পাবনা ও রাজবাড়ীর বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীর নেতা উপস্থিত ছিলেন। র‌্যালীটিতে হিন্দু ধর্মাবলম্বী ৬ শতাধিক বিভিন্ন বয়সের নারীপুরুষ অংশ গ্রহন করে। এই ধর্ম সভা আগামী দুই দিন ব্যাপি চলবে বলে জানা গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …