এনবিএনডেক্স: নওগাঁর পোরশা উপজেলার সীমান্তের ভারত অভ্যন্তরে ওমর আলী (৪৫) নামের এক বাংলাদেশীকে আটক করেছে ভারতের সীমান্ত রবিাহীনি বিএসএফ। বিএসএফ কর্তৃক আটক ওমর আলী উপজেলার নিতপুরের দিয়ারা পাড়া গ্রামের মিয়াজ উদ্দিনের ছেলে বলে জানা গেছে। ১৪ বিজিবি ব্যাটালিয়নের নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশীদ সাংবাদিকদের জানান, গত মঙ্গলবার ২ টার দিকে ওমর আলী মাছ ধরতে গেলে এক পর্যায়ে ভারতের অভ্যন্তরে শীতলগাছি নামক স্থানে প্রবেশ করে। এসময় ভারতের হরিষচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে নিয়ে যায়। ওমর আলীকে ফেরত চেয়ে বিজিবি এর প থেকে ওই দিন বিকেল ৫ টায় ভারতের হরিষচন্দ্রপুর বিএসএফ ক্যাম্পে চিঠি পাঠানো হয়। চিঠির প্রেেিত গতকাল বুধবার সকাল ১০ টায় বিএসএফ এর পে হরিষচন্দ্রপুর ক্যাম্পের কমান্ডার পিপি রায় ও বিজিবি এর পে নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশীদ সীমান্তের ২৩০ নং পিলারের নিকট এক পতাকা বৈঠক করে। উক্ত বৈঠকে বিএসএফ কর্তৃপ দাবী করে আটককৃত ওমর আলী ভারতের পূর্ণভবা নদীতে কীটনাশক ঔষধ ব্যবহার করে দীর্ঘদিন থেকে মাছ শিকার করে আসছিল। একারনে বিএসএফ সদস্যরা তাকে আটক করে। পতাকা বৈঠকের সিদ্ধান্ত ক্রমে তাকে ফেরত না দিয়ে ভারতীয় থানায় সোপর্দ করা হয়। এ বিষয়ে নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার হারুনুর রশীদ এর সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।
আরও পড়ুন...
নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …