27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বিশিষ্ট নাট্য শিল্পী ফজলুর রহমান বাবুর সাথে প্যারাসুট পরিবারের মনোজ্ঞ সংঙ্গীত ও মতবিনিময় অনুষ্ঠিত!!

নওগাঁয় বিশিষ্ট নাট্য শিল্পী ফজলুর রহমান বাবুর সাথে প্যারাসুট পরিবারের মনোজ্ঞ সংঙ্গীত ও মতবিনিময় অনুষ্ঠিত!!

এনবিএনডেক্স: নওগাঁয় বিশিষ্ট নাট্য শিল্পী ফজলুর রহমান বাবুর সাথে প্যারাসুট পরিবারের সাথে এক মনোজ্ঞ সংঙ্গীত ও মতবিনিময় অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকালে নওগাঁ শহরস্থ জিলা স্কুলের হল রুলে ৩০ টি পরিবারের সাথে এই অনুষ্ঠানটি হয়। ম্যারিকো বাংলাদেশ লিঃ এর জনপ্রিয় পণ্য প্যারাসুট নারিকেল তেল এর সৌজন্যে রাজশাহী ও রংপুর  বিভাগে বিভিন্ন জেলায় পণ্য প্রচারণা মূলক কার্যক্রমের অংশ স্বরূপ উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মধ্যমনি ছিলেন জনপ্রিয় নাট্য শিল্পী ও মডেল ফজলুর রহমান বাবু। অনুষ্ঠানে তিনি বিজয়ী পরিবারের সদস্যদের সাথে প্রাণ খোলা আড্ডা ও গল্পে সময় কাটন এবং সবার সাথে বসে মধ্যাহ্ন ভোজে অংশ গ্রহণ করেন। বিজয়ী প্যারাসুট পরিবারের সদস্যরা ফজলুর রহমান বাবুর সান্নিধ্যে অবিভুত হয়ে যায়। প্রিয় তারকার সাথে প্রতিটি মুহুর্ত প্রানভরে উপভোগ করে অনুষ্টানে উপস্থিত ৩০ টি পরিবার। অনুষ্ঠানে আরো ছিল প্রিয় তারকার সাথে ছবি তোলা, শুভেচ্ছা বক্তব্য এবং মিউজিক্যাল প্রোগ্রাম। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজ্ঞাপণী সংস্থা বিটিএল এ্যাকটিভ এর সি ই ও জনাব খুরশীদ আলম। উলেখ্য, এর আগে উক্ত জেলার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তাৎনিক ভাবে প্যারাসুট পরিবার নির্বাচন করা হয়। ঘরে ঘরে পৌছে যে সব পরিবারে প্যারাসুট তেল পাওয়া যায় তাদেরকে দেয়া হয় অনুষ্ঠানের আমন্ত্রণ কার্ড।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …