এনবিএনডেক্স: নওগাঁর ধামইরহাট থানা পুলিশ ১০ বনদস্যুকে গ্রেফতার করেছে। গত শনিবার মধ্যরাতে উপজেলার পশ্চিম চাঁদপুর গ্রাম থেকে এদের গ্রেফতার করা হয়। পশ্চিম চাঁদপুর গ্রাম সংলগ্ন আত্রাই নদীর চরে বন বিভাগের রোপিত ৩৩ হেক্টর চর বাগানে ৭৫ শতাংশ জমি থেকে ৭৫০টি চারাগাছ কেটে ধ্বংস করায় বনবিভাগের দায়েরকৃত মামলায় অভিযুক্ত ১৪ জন আসামীকে আদালত কর্তৃক ওয়ারেন্ট আদেশ দেয়া হয়। উল্লেখ্য ২০১১-১২ সালে বন বিভাগের সৃজিত চারাগাছ কেটে বনদস্যুরা ১ লাখ ৩০ হাজার টাকার তি করে। মামলার তদন্ত কর্মকর্তা এস আই আমিনুর রহমান গত শনিবার রাতে পশ্চিম চাঁদপুর গ্রামের বনদস্যুদের বাড়ীতে অভিযান চালিয়ে ঐ গ্রামের হাছেন আলী (৪৭), তোফাজ্জল হোসেন তোফাল (৪৮), মোহাম্মদ আলী (৪৩) মোজাফফ (৫০), মোজাম্মেল (৪৮), আঃ হাকিম (৫৮) মাকফুল (২৩), আনিছুর (২৫), সাদেক (৪৬) ও হোসেন আলী (৪৫) কে গ্রেফতার করে। একই চরে ইতি পূর্বে গাছ কাটার অভিযোগে উক্ত আসামীদের নামে একাধিক মামলা আছে বলে ধামইরহাট বনবিট কর্মকর্তা লন চন্দ্র ভৌমিক ও মামলার তদন্ত কর্মকর্তা জানান।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …