এনবিএনডেক্স ঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান রাজনীতি অথবা বিএনপির নতুন নির্বাচনের দাবির প্রতি নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের এখন বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আগ্রহী। ইতালির মিলানে সম্প্রতি অনুষ্ঠিত আসেম শীর্ষ সম্মেলনের সময় কয়েকজন ইউরোপীয় নেতার সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের কেউ ৫ জানুয়ারির নির্বাচনের ব্যাপারে কোন প্রশ্ন তোলেনি। বরং তারা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করায় আমাকে অভিনন্দন জানিয়েছেন এবং নির্বাচন পরবর্তী রাজনৈতিক পরিস্থিতির প্রশংসা করেন। তারা মনে করেন, নির্বাচনের পর বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। গতকাল বিকেলে গণভবনে ইতালি সফরের ওপর এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের পর গণমাধ্যম ব্যক্তিত্বদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা বলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সঙ্গে সংলাপের কথা বাতিল করে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘বিএনপি রাজনৈতিক ডাস্টবিনে চলে গেছে। যারা হত্যা ও ধ্বংসাত্মক কার্যকলাপের জন্য দায়ী এবং দেশের অগ্রগতি ও সমৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে তাদের সঙ্গে সংলাপের কী প্রয়োজন? ‘ শেখ হাসিনা বলেন, খুনিদের দ্বারা পরিবেষ্টিত হওয়া সত্ত্বেও বিএনপির সঙ্গে তাঁর দল দেশের জনগণের বৃহত্তর স্বার্থে আপোসের চেষ্টা করেছিল। এই দলটি বঙ্গবন্ধুকে হত্যা করেছে এবং আমাকে হত্যা করার অপচেষ্টা চালিয়েছে। বর্তমান সরকারকে মতাচ্যুত করতে বিএনপির কঠোর আন্দোলনের হুমকি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের আগে তাদের বর্বরতায় সরকার সর্বাত্মক সংযম প্রদর্শন করেছে। কারণ তখন ছিল নির্বাচনের সময়। কিন্তু এখন একটি নির্বাচিত সরকার মতায়, তাই দেশের জনগণের জীবন ও সম্পদ রা করার একটি নির্বাচিত সরকারের দায়িত্ব ও কর্তব্য। কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশন (সিপিএ) এবং ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) এর মতো দু’টি আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রার্থীদের বিজয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, মাত্র এক সপ্তাহের মধ্যে এ ধরনের দু’টি গুরুত্বপূর্ণ পদে প্রতিদ্বন্দ্বিতা করা বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ ছিল। তিনি বলেন, সিপিএ এবং আইপিইউ’তে বাংলাদেশের প্রার্থীদের অংশ গ্রহণ ও বিজয়ে প্রমাণিত হয়েছে পাঁচ জানুয়ারির সাধারণ নির্বাচনের গ্রহণযোগ্যতার ব্যাপারে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোন অভিযোগ নেই। পাশাপাশি এটিও প্রমাণিত হয়েছে বাংলাদেশ আর্থ-সামাজিক উন্নয়নে সঠিক পথে রয়েছে এবং জঙ্গিবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি বলেন, অব্যাহতভাবে ৬ শতাংশের উপরে আমাদের অর্থনৈতিক প্রবৃদ্ধি বজায় রাখার বিষয়টিও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি বলেন, যারা এখনও পাঁচ জানুয়ারির নির্বাচনের বিষয় নিয়ে কথা বলছেন তারা হয় সংকীর্ণ মাসনিকতায় ভুগছেন অথবা তাদের কোন রাজনৈতিক মতলব রয়েছে। তিনি আরো বলেন, সামরিক শাসনামলে এবং জরুরি অবস্থা চলাকালে বাংলাদেশ এই দু’টি সংস্থার সদস্য পদ হারিয়েছিল। জাতি হিসেবে এটি আমাদের জন্য খুবই লজ্জার বিষয় ছিল। শেখ হাসিনা বলেন, ২০০৯ সালে বাংলাদেশ আবার সদস্য পদ লাভ করে এবং অতি অল্প সময়ের মধ্যে এ দু’টি ফোরামের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হয়। এ বিজয়ের জন্য দেশের জনগণ আজ গর্বিত। প্রধানমন্ত্রী বলেন, বিএনপিকে ছাড়াই সংসদ ভালভাবে কাজ করছে। সংসদে এখন কোন ফাইল ছোড়াছুড়ি নেই এবং বাজে শব্দ ব্যবহার হয় না। সমাজে শান্তি ও স্থিতিশীলতা বজায় রয়েছে। ফলে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তাই বিশ্ব নেতৃবৃন্দ যারা নির্বাচনে অংশ গ্রহণ করেনি তাদের নিয়ে কোন প্রকার মাথা ঘামাচ্ছে না। তিনি বলেন, আসেম নেতৃবৃন্দ আমাদের রাজনৈতিক স্থিতিশীলতার বিশেষভাবে প্রশংসা করেছেন। প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গে কিছু বাংলাদেশী জঙ্গির কর্মকা-ের খবর প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দেশে অথবা বিদেশে যেখানেই হোক না কেন, তাঁর সরকার জঙ্গিবাদি কর্মকা-ের বিরুদ্ধে সব সময়ই কঠোর অবস্থানে রয়েছে। তিনি বলেন, আমাদের সরকার এ ধরনের প্রতিটি ঘটনাই খুব দ্রুত সামাল দিয়েছে এবং তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, সরকার লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি বলে যে অভিযোগ করা হচ্ছে তা সত্য নয়। তিনি বলেন, কোন মহলের প থেকে দাবি ওঠার অনেক আগেই আমরা সরকার ও দলীয় পর্যায়ে লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছি। কারণ তিনি জনগণের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছেন। এখন তারা তাকে গ্রেফতারের জন্য যে দাবি নিয়ে আসছেন তা অগ্রহণযোগ্য। প্রধানমন্ত্রী বলেন, সরকার তার দায়িত্ব অনুযায়ী ব্যবস্থা নেবে। এ জন্য হরতাল ডাকার কোন প্রয়োজন নেই।
Home / রাজনীতি / বিএনপি রাজনীতি ডাস্টবিনে চলে গেছে!! প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল গণভবনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন-
আরও পড়ুন...
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …