এনবিএন ডেক্স: কেন্দ্রীয় কর্মসূচী পালন করার লক্ষে নওগাঁয় সমাবেশ করেছে পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন জেলা শাখা। গতকাল শনিবার দুপুরে শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য ও বগুড়া জেলা কমিটির সাবেক সাধারন সম্পাদক মোঃ ইদ্রিস আলী সেখ। এসময় জেলার বিভিন্ন শাখা ডাকঘরের পোস্ট মাস্টারসহ অন্যান্যরা অংশগ্রহন করে। পোস্ট মাষ্টার ডা. খায়ের আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়ন নওগাঁ জেলা শাখার সাধারন সম্পাদক পোস্ট মাষ্টার ইব্রাহীম আলী, রকিবুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা জানান, ৯ দফা দাবি আদায়ের লক্ষে তারা আগামী ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন- কর্ম বিরতির কর্মসূচী পালন করতে যাচ্ছে। এর মধ্যে তাদের দাবি মেনে না নেয়া হলে পরবর্তী কর্মসূচী হিসেবে ১৩ নভেম্বর থেকে অনিদৃষ্ট কালের জন্য সকল কার্যক্রম বন্ধ করবেন তারা। #
Home / সারাদেশ / নয় দফা দাবিতে ১০ অক্টোবর থেকে ধর্মঘট নওগাঁয় পোস্টাল ইডি কর্মচারী ইউনিয়নের সমাবেশ অনুষ্ঠিত
আরও পড়ুন...
নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত
নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …