এনবিএনডেক্স ঃ নওগাঁর মান্দায় বেসরকারী সংস্থা ব্র্যাক অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেইঞ্জের উদ্দ্যোগে গতকাল বুধবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্রদের অংশগ্রহন বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শাহানা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান এসএম আহসান হাবিব ও জামিলা আক্তার ফেন্সী। এছাড়া অন্যান্যের মধ্যে উপজেলা সমাজসেবা অফিসার সাইদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার ওসমান গনি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা এসএম ফজলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রেজাউল করিম, মান্দা প্রেসকাবের সভাপতি নজরুল ইসলাম, জেলা ব্র্যাক প্রতিনিধি রেজাউল করিম খান, পল্লীসমাজ সভানেত্রী কোহিনূর বেগম, গ্রামদারিদ্র বিমোচন কমিটির সভাপতি আব্দুল মান্নান, ব্র্যাক অতিদরিদ্র কর্মসূচীর সেক্টর স্পোশালিষ্ট কমিউনিটি মোবিলাইজার সাদেকুল আলম প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্র্যাকের সোশ্যাল কমিনিকেটর শেখ আব্দুল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচীগুলোতে সঠিক অতিদরিদ্ররা যাতে সেবা ও সুযোগ পায় এজন্য দায়িত্বশীল সকল সরকারী কর্মকর্তা ও ইউপি চেয়ারম্যানগন যথাযথ ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
Home / সারাদেশ / নওগাঁয় সামাজিক নিরাপত্তা বেষ্টনী কর্মসূচিতে অতিদরিদ্রদের অংশগ্রহন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত!!
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …