এনবিএনডেক্স: নওগাঁর মান্দা উপজেলার মিরপুর গ্রামে জমি নিয়ে সংঘর্ষে আলেয়া বেগম (৫০) নামে এক মহিলা নিহত হয়েছে। নিহত আলেয়া বেগম মিরপুর গ্রামের আব্দুল কাদের গ্রামানিকের স্ত্রী। ঘটনাটি ঘটেছে গত সোমবার রাতে। এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে সাইদুল ইসলাম ও তায়েজ উদ্দিন নামে দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত সাইদুল ইসলাম উপজেলার মিরপুর গ্রামের কলিমুদ্দীনের ছেলে ও তায়েজ উদ্দিন একই গ্রামের ছলিম উদ্দিনের ছেলে। তাদেরকে গতকাল মঙ্গলবার নওগাঁ জেল হাজতে প্রেরন করা হয়েছে। মান্দা থানার ওসি মোজাফফর হোসেন জানান, জমির মালিকানা নিয়ে বেশ কিছু দিন ধরে আলেয়া বেগমের পরিবারের সাথে প্রতিবেশী রাশেদুলের পরিবারের বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সন্ধ্যায় আবারো তাদের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে প্রতিপরে লোকজনের মারপিটে ঘটনাস্থলেই মারা যান আলেয়া। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে গতকাল মঙ্গলবার নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …