এনবিএনডেক্স: প্রতিনিধি : নওগাঁর সাপাহারে আমন চাষের শেষ সময়ে এসে আমন ক্ষেতে বাদামি গাছ ফড়িং(কারেন্ট পোকা)এর আক্রমনে দিশেহারা হয়ে পড়েছে কৃষকেরা। নওগাঁ জেলার খাদ্য ভান্ডার হিসেবে পরিচিত সাপাহার উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন ফসল রোগবালাই মুক্ত রাখা ও বাম্পার ফলনের মাধ্যেমে নির্ধারিত লক্ষ মাত্রা অর্জনে মাঠ পর্যায়ে কৃষকদের সাথে উপজেলা কৃষি বিভাগ নিরলস ভাবে কাজ করছে। উপজেলা কৃষি অফিসার এ এফ এম গোলাম ফারুক হোসেন জানান এবারে রোপা আমন ধান চাষের লক্ষ মাত্রা নির্ধারণ করা হয়েছিল ১৭ হাজার ৩শত ৮০ হেক্টর জমি। ইতোমধ্যে ১৭ হাজার ৩শ ৮৬ হেক্টর জমি আমন চাষের আওতায় এনে নির্ধারিত লক্ষ মাত্রা অর্জন করা হয়েছে। এবারে প্রথম দিকে রোপা আমন ধানের ক্ষেতে প্রাকৃতিক দুর্যোগ ও মহামারী আকারে রোগ বালাই এর প্রাদূর্ভাব না হওয়ায় গত বছরের তুলনায় এবার ধানের বাম্পার ফলন হবে। এ উপজেলায় আমন ধানের নির্ধারিত উৎপাদন লক্ষ মাত্রা ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ এবারের রোপা আমনের বাম্পার ফলন অর্জনের লক্ষে মাঠ পর্যায়ে কৃষকের পাশাপাশি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। উপজেলা কৃষি বিভাগ টিম গঠনের মাধ্যেমে প্রতিটা মাঠে সার্বক্ষনিক বিচরনের মাধ্যেমে মাঠের ফসল তদারকি করছে। একই সাথে আমন ফসলের রোগ বালাই সম্পর্কে কৃষকদের সচেতন করতে উপকারী ও ক্ষতিকারক পোকা মাকড় সনাক্ত করার জন্য রাস্তার মোড়ে মোড়ে রাতের বেলা আলোক ফাঁদ স্থাপন করে কৃষদের মাঝে বাস্তব অভিজ্ঞতা প্রদান করছে। এ বিষয়ে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা আতাউর রহমান সেলিম জানান আলোক ফাঁদের মাধ্যেমে ফসলের মাঠে পোকার উপস্থিতি সহজেই নির্নয় করা যায়। এ ছাড়া আমন ধানের ক্ষেতে শীষ কাটা মাজরা পোকা, কারেন্ট পোকা, বাদামী ঘাঁস ফড়িং সহ যে কোন প্রকার রোগ বালায় যাতে আঘাত হানতে না পারে সে জন্য সকল ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ হাট বাজার , মোড়ে মোড়ে পথ সভা করছেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সকল অনূষ্ঠান সমুহে কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত হয়ে বক্তব্য প্রদান করছেন। উপজেলা কৃষি বিভাগের সময় উপযোগী তৎপরতা অব্যাহত থাকার পরেও সম্প্রতী সময়ে আমন ক্ষেতে বাদামি গাছ ফড়িং(কারেন্ট পোকা) আক্রমনে এলাকার কৃষকেরা দিশেহারা হয়ে পড়েছে। বিভিন্ন কোম্পানীর কীটনাশক ছিটিয়েও পুরপুরি বাদামি গাছ ফড়িং(কারেন্ট পোকা) নির্মূল করতে পারছেনা। তবে মোটামোটি নিয়ন্ত্রনে রাখতে পারলেও আমনের ফলন সন্তোস জনক হবে বলে এলাকার কৃষকগন ও কৃষি বিভাগ ধারনা করছেন।
আরও পড়ুন...
নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়
এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …