এনবিএনডেক্স: নওগাঁর বদলগাছী উপজেলার বেগুন জোয়ার উচ্ছ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির বিরোধ কে কেন্দ্র করে গত ৩ মাস ধরে অনুপস্থিত আছেন প্রধান শিক আবু সাদাত শামীম আহমেদ । এতে ঐ বিদ্যালয়ের শিা কার্যক্রম চরম ভাবে ভেঙ্গে পড়েছে । শিার্থীরা অভিযোগ করে জানায় নিয়মিত কাস হচ্ছে না সামনে ফাইনাল পরিার পাঠক্রম সমাপ্ত না হওয়ায় অনেক শিার্থী ও অভিভাবক চরম হতাশায় রয়েছে । সরেজমিনে গিয়ে দেখা যায়, কোন শৃংখলার মধ্য এ বিদ্যালয় পরিচালনা হচ্ছে না । ৯ম শ্রেনীর শিার্থী আকিয়া, সুমাইয়া জানান, সামনে ফাইনাল পরিা এমন অবস্থায় কমিটির দ্বন্দ্ব নিয়ে আমাদের লেখাপড়ায় চরম সংকট শুরু হয়েছে । প্রধান শিক ৩ মাস ধরে বিদ্যালয়ে আসে না ফলে নিয়মিত কাস হচ্ছে না । ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পদ নিয়ে গত মার্চ মাসে বিবাদ বাধে। ওই বিদ্যালয়ের অভিভাবক ও শিার্থীরা প্রধান শিকের নানা অনিয়ম ও দুর্নীতির সাথে স্কুলের ছাত্রীদের সাথে প্রধান শিকের যৌন হয়রানীর অভিযোগ উঠে । এতে প্রধান শিক আবু সাদাত শামিমের অপসারন দাবীতে আন্দোলনে নামে শিার্থী ও অভিভাবকরা । স্থানীয় বেশ কয়েক জন অভিভাবক জানান, প্রধান শিকের নিয়োগ যে কমিটি দেয় সে কমিটি ছিল অবৈধ এর ফলে নিয়োগ প্রক্রিয়া নিয়ে বিভক্ত হয়ে পড়ে ম্যানেজিং কমিটি । এ ছাড়া প্রধান শিক নিয়োগ পাওয়ার পর তার স্ত্রী কে অবৈধ ভাবে বেগুন জোয়ার উচ্ছ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক পদে চাকুরি দেয়। এসব নিয়ে ফুঁসে উঠে এলাকা বাসী । এর জের ধরে গত ২৮ মার্চ প্রধান শিককের অপসারন দাবীতে শিার্থীরা বিদ্যালয় ক ভাংচুর চালায় । এ ভাংচুরের মামলায় জড়িয়ে দেয় একাধিক শিার্থীর নামে মামলা । চলমান এ মামলার মাঝে গত ৩ মাস ধরে অনুপস্থিত আছেন প্রধান শিক । বিদ্যালয়ের সহকারী শিক মুঞ্জুরুল আলম মা: জুয়েল হোসেন, মিঠুন কুমার ও মাওলানা নিজাম উদ্দিন জানান, প্রধান শিক কোন দায়িত্ব হস্তান্তর ছাড়াই ৩ মাস ধরে বিদ্যালয়ে আসেন না । তার অপুস্থিতিতির কারনে গত ৩ মাস ধরে বেতন ভাতায় স্বার হচ্ছে না ফলে কোন শিক বেতন পাচ্ছে না । এ ব্যাপারে বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার ও জেলা শিা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে । তিনি বিষয়টি তদন্ত করবেন বলে আশ্বাস দিয়েছেন । বিদ্যালয়ের চরম এ অব্যবস্থাপনার দুর করার জন্য ঐ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আবু বকর ও খলিলুর রহমান সংশ্লিষ্ট দফতরের একাধিক অভিযোগ দিয়ে কোন প্রতিকার মিলছে না বলে অভিযোগ করেছেন। সাবেক সভাপতি আবু বককর জানান, এ অঞ্চলের নাম করা এ প্রতিষ্টান টি এখন শুধু মাত্র প্রধান শিকের জন্য শিা কার্যক্রম হুমকির মধ্য পড়েছে । বিষয়টি নিয়ে জেলা শিা কর্মকর্তা ইব্রাহিম খলিলুর রহমানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, ২০ অক্টোবর একটি তদন্ত করার পর
Home / শিক্ষা / নওগাঁর বদলগাছীতে এক শিা প্রতিষ্ঠানের ৩ মাস ধরে প্রধান শিক অনুপস্থিত- ভেঙ্গে পড়েছে শিা কার্যক্রম !!
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …