এনবিএনডেক্স: নওগাঁর ধামইরহাট থানা পুলিশ ও জয়পুরহাট র্যাব সদস্যরা ৪ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে। থানা সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার এস. আই আমিনুর সঙ্গীয় ফোর্স নিয়ে গত বৃহস্পতিবার রাতে উপজেলার চকযদু গ্রামের মৃত আঃ মজিদের ছেলে ঝন্টু (৩৮)র বাড়ীতে অভিযান চালিয়ে ঝন্টুর শয়ন করে খাটের নিচ থেকে ৫০ বোতল ফেন্সিডিল সহ আটক করে। এ সময় জয়পুরহাট সদরের বর্তমানে ফার্শিপাড়ায় অবস্থিত মোজাফফরের ছেলে আনোয়ার হোসেন (৪২) কেও আটক করা হয়। অপর দিকে শল্পীবাজার থেকে আনিছুর ও মাসুদুর রহমান নামে ১০ পিচ ফেন্সিডিল সহ র্যাব সদস্যরা ২ জনকে আটক করে থানায় সোপর্দ করে। ওসি মির্জা আঃ সালাম জানান, সংশ্লিষ্ট বিষয়ে পৃথক দু’টি মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …