19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সাভারে গাছে গাছে রাত কাটানো এক অদ্ভুত নারীর সন্ধান

সাভারে গাছে গাছে রাত কাটানো এক অদ্ভুত নারীর সন্ধান

এনবিএন ডেক্স:
গাছে গাছে রাত কাটানো এক অদ্ভুত নারীর সন্ধান মিলেছে সাভারে। গত বৃহস্পতিবার রাতে পৌরসভার রেডিও কলোনী এলাকার অদূরে মিলিটারী ফার্মের বনে ওই নারীর সন্ধান পায় স্থানীয়রা। এলাকায় দ্রুত ছড়িয়ে পড়ে এ সংবাদ। স্থানীয়দের পাশাপাশি পুলিশ, ফায়ার সার্ভিস ও সেনা সদস্যরাও ছুটে যান ঘটনাস্থলে। অক্ষত অবস্থায় ওই নারীকে উদ্ধারে তৎপরতা চালাতে থাকেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিন্তু ওই নারী নিজেই বিপত্তি ঘটান এই তৎপরতায়। নিজেকে জি্বন দাবি করে ফায়ার সার্ভিস কর্মীদের উল্টো শায়েস্তা করতে থাকেন তিনি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পরিবারের সদস্যরাও। ইচ্ছার বিরুদ্ধে গাছ থেকে তাকে নামানো হলে যে কোন অঘটন ঘটতে পারে-এমন আশংকার কথা ফায়ার সার্ভিস কর্মীদের জানিয়ে গাছেই তাকে থাকতে দেয়ার অনুরোধ করেন তারা।
৪০ বছর বয়সের অদ্ভুত ওই নারীর বসবাস রেডিও কলোনী এলাকাতেই। নাম আমেনা বেগম। প্রায় প্রতিটি রাত কোন না কোন গাছেই কাটে তার। কিন্তু আত্মসম্মানের কথা বিবেচনা করে বিষয়টি গোপন রেখে চলেছে তার পরিবারের সদস্যরা। সঙ্গীয় জি্বনের প্রভাবে সে গাছে রাত কাটায় বলে ধারণা তাদের। আমেনার ছেলে মঞ্জিল হোসেন জানান, প্রায় এক যুগ ধরে গাছে রাত কাটিয়ে আসছে তার মা। দিনের যে সময় গাছে উঠেন ঠিক সেই সময় গাছ থেকে স্বেচ্ছায় নেমে আসেন তিনি। যদি বিকেল ৪টায় উঠেন তা হলে ভোর ৪টায় নেমে আসেন। গাছ থেকে নামার পরই অজ্ঞান হয়ে পড়েন। পরে বাড়িতে নিয়ে বিশ্রামে রাখলেই আবার সুস্থ হয়ে যান।
মঞ্জিলের বোন রুবিনা বেগম বলেন, জি্বনের কারণেই গাছে রাত কাটানোর অভ্যাস আমার মায়ের। মাঝে মাঝে তার কথার সুর পরিবর্তনও হয়। তখন পরিবারের কাউকেই তিনি চিনতে পারেন না। এ অবস্থা থেকে উত্তরণে অনেক কবিরাজের শরণাপন্ন হয়েছি আমরা। কিন্তু লাভ হয়নি। জি্বনের প্রভাবে তিনি এখনও গাছে রাত কাটিয়ে আসছেন। গত বৃহস্পতিবার দুপুর থেকে কথার সূর পরিবর্তন হয়ে যায় মায়ের। তখনি বুঝতে পারি তার উপর জি্বন ভর করেছে। বিকেল ৩টার দিকে ঘর থেকে বেরিয়ে আসার জন্য ব্যাকুল হন তিনি। এক সময় আমার চোখ ফাঁকি দিয়ে বেরিয়ে পড়েন। রাতে খবর পেলাম মা মিলিটারী ফার্মের বনে একটি উঁচু আম গাছে উঠে বসে আছেন। রাত ৮টার দিকে মিলিটারী ফার্মের বনে আম গাছে ওই নারীর অদ্ভুত কথোপকথন শুনতে পান এক পথচারী। এ সময় ঢাকা-আরিচা মহাসড়কে টহলরত পুলিশকে বিষয়টি জানান তিনি। পরে পুলিশ ওই গাছের নিচে গিয়ে বারবার তাকে নেমে আসার আহবান জানালেও তাতে সাড়া দেননি তিনি।
রাত ৯টার দিকে ঘটনাস্থলে যান সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) দিপক কুমার শাহা। অবস্থা বেগতিক দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন তিনি। মিলিটারী ফার্মের সেনা কর্মকর্তারাও ছুটে আসেন ঘটনাস্থলে। ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার সার্ভিস কর্মীরা। পরিকল্পনা অনুযায়ী গাছে উঠে ওই নারীকে নামিয়ে আনার প্রস্তুতি নেন তারা। কিন্তু তারা গাছে উঠা শুরু করলেই প্রচন্ড শক্তি দিয়ে গাছটি ঝাকুনি দিতে থাকেন ওই নারী। এসময় ফায়ার সার্ভিস কর্মীদের খেয়ে ফেলারও হুমকি দেয় সে। তার এমন অদ্ভূত আচরণে শেষ পর্যন্ত নিচে নেমে আসতে বাধ্য হন ফায়ার সার্ভিস কর্মীরা। সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শাহাদাৎ হোসেন বলেন, ওই নারীর আচরণে মনে হচ্ছে তাকে জোর করে নামানোর চেষ্টা করা ঠিক হবে না। কারণ গাছে উঠে তাকে ধরার আগেই সে লাফিয়ে পড়তে পারে। তা ছাড়া নির্দিষ্ট সময়ের পর সে স্বেচ্ছায় গাছ থেকে নেমে আসে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …