15 Kartrik 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর ধামইরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ২২ টি দোকান ভস্মিভুত

নওগাঁর ধামইরহাটে ভয়াবহ অগ্নিকান্ডে ২২ টি দোকান ভস্মিভুত


এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট অগ্নিকান্ডে উপজেলার মঙ্গলবাড়ী বাজারের ২২টি দোকান ভস্মিভুত হয়েছে। এতে প্রায় ৩৫ লাধিক টাকার তি সাধন হয়েছে বলে জানা গেছে।
জানা যায়, গতকাল সোমবার ভোররাতে বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে আর ওই অগ্নিকান্ড নিমেষের মধ্যে ভয়াবহ রুপ ধারণ করে তাৎনিক ২২ দোকানে আগুন লেগে ভস্মিভুত হয়ে যায়। স্থানীয়রা সংবাদ দিলে, জয়পুরহাট সদর ও পতœীতলার ফায়ারবিগ্রেড সদস্যরা এসে অগ্নিনিয়ন্ত্রন করে। তিগ্রস্থ দোকানদার ফারুক, কাবেজ, হানিফ, বেলাল, মফিজ, জয়নাল, জাকীর, বজলুর, মাহবুব, লাম ও আলিফ জানান, তাদের প্রায় ২২ টি দোকানের মালামাল পুড়ে মোট ৩৫ লাখ টাকার তি হয়েছে। এছাড়াও আরও ১৫টি দোকানের আংশিক তি হয়েছে। এ বিষয়ে ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা আব্দুস সালাম স্থানীয়দের বরাত  দিয়ে বলেন, বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …