15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সাতক্ষীরায় ১০ মণ মধুসহ দুই ব্যবসায়ী আটক

সাতক্ষীরায় ১০ মণ মধুসহ দুই ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি: দশ মণ মধুসহ দুই মধু ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ । আজ শুক্রবার সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার  সদর উপজেলার থানাঘাটা গ্রাম থেকে আটক  করা হয়। এসময় তাদের কাছ থেকে  দুইড্রাম ভর্তি মধু ও মধু তৈরীর সরঞ্জম  উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, থানাঘাটা গ্রামের সুমন গাজী (২৫) ও  শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের হান্নান গাজী (৩০) । সাতক্ষীরা সদর থানার ভার প্রাপÍ কর্মকর্তা ওসি গোলাম রহমার সত্যতা স্বীকার করে   জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …