এনবিএন ডেক্স:
নওগাঁর রানীনগর উপজেলার পারইল ইউনিয়নের কদমবেলতলী নামক স্থান থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
গতকাল শনিবার দুপুরে আদমদীঘি-আবাদপুকুর রাস্তার উত্তর পার্শ্বে কদমবেলতলী নামক স্থানে ৩০ বছর বয়সি অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেয়। তার শরীরের বাম পায়ে কাটা, পেটের নিচে দু’পার্শ্বে কাটা-জখমের দাগ রয়েছে। তার পড়নে ছিল সাদা-হলুদ রঙ্গের গেঞ্জি ও কালো ফুলপ্যান্ট এবং গায়ের রং শ্যামলা।
রানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী জানান, লোকটা আদমদিঘী এলাকায় ভিাবৃত্তি করে বেড়াত এবং সে আধাপাগল ছিল বলে এলাকাবাসি জানিয়েছেন। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে সড়ক দূর্ঘটনায় মারা যেতে পারে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
আরও পড়ুন...
অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ
নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …