6 Bhadro 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ অগাস্ট ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সাতীরায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

সাতীরায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় এক বৃদ্ধা নিহত

 

সাতক্ষীরা প্রতিনিধি: সাতীরার তালার জেয়ালা নলতায় ইঞ্জিন ভ্যানের ধাক্কায় মালঞ্চ বিবি (৭০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত জোহর আলী ফকিরের স্ত্রী। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। তালা থানার ওসি আবু বকর সিদ্দিকী জানান,মালঞ্চ বিবি ইঞ্জিন ভ্যান থেকে নেমে রাস্তা পার হয়ে বাড়ী যাচ্ছিলেন। এসময় তালার দিক থেকে আসা অপর একটি ইঞ্জিন ভ্যানের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই নিহত হন। ময়না তদন্তের জন্য তার মরদেহ সাতীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি জানান।

আরও পড়ুন...

নওগাঁয় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত 

নওগাঁ প্রতিনিধি : “ন্যায্য ও সম্ভাবনাময় বিশ্বের পছন্দের পরিবার গড়তে প্রয়োজন তারুণ্যের ক্ষমতায়ন” এ প্রতিপাদ্যে …