এনবিএন ডেক্স: নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগ নেতা জমসেদকে হত্যার দায়ে জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ ৩ জনকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
গত মঙ্গলবার বিকেলে আত্রাই উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এক জরুরী সভায় জমসেদ হত্যার এজাহারভুক্ত আসামী জাতীয় শ্রমিক লীগের উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রশিদ প্রাং, দপ্তর সম্পাদক মোঃ মমিন শেখ ও আওয়ামী লীগের কর্মী মোঃ জাহিদ হোসেনকে দল থেকে বহিস্কার করা হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শ্রী নিপেন্দ্রনাথ দত্ত দুলালের সভপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ আব্দুল মালেক এমপি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক চৌধুরী গোলাম মোস্তফা বাদল প্রমুখ।
সভায় হত্যাকান্ড তদন্তের জন্য দলীয়ভাবে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। উক্ত তদন্ত টিম তদন্ত সাপেক্ষে আগামী ১৩ সেপ্টম্বরের মধ্যে তদন্ত রিপোর্ট জেলা কমিটির নিকট জমা দেওয়ার সিদ্ধান্ত হয়।
উল্লেখ্য, গত ১৩ আগস্ট উপজেলার ৪নং পাঁচুপুর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জগদাশ গ্রামের মৃত পোসাই শাখিদারের ছেলে জমসেদ কে দূর্বত্তরা পিটিয়ে জখম করে। পরে জমসেদকে বগুড়া জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় গত ১৬ আগষ্ট তিনি মারা যান।
Home / ক্রাইম নিউজ / আ’লীগ নেতা জমসেদ হত্যার অভিযোগে নওগাঁর আত্রাইয়ে জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ও দপ্তর সম্পাদকসহ বহিস্কার-৩
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …